Tmc: পুরভোটে কয়েকটি জেলায় ফের কোঅর্ডিনেটর বদল তৃণমূলের

অরূপ বিশ্বাসকে ফের দেওয়া হল দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্বে।

পুরভোটে কয়েকটি জেলায় ফের কোঅর্ডিনেটর বদল তৃণমূলের। পূর্ব বর্ধমানে থাকছেন না পুলক রায়। তাঁর দায়িত্বে হাওড়া, হুগলি। অরূপ বিশ্বাসের দায়িত্বে পূর্ব বর্ধমান, জলপাইগুড়ি ও দক্ষিণ চব্বিশ পরগনা। জানিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Parth Chattopadhyay)।

পুরভোটের জন্য জেলা ভিত্তিক কো-অর্ডিনেটর নিয়োগ করেছে তৃণমূল। আগে দক্ষিণ ২৪ পরগনায় দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas) ও তৃণমূলের জেলা সভাপতি শুভাশিস চক্রবর্তী (Shubhasish Chakraborty)। বুধবার, তৃণমূলের মহাসচিব জানান, দক্ষিণ ২৪ পরগনায় তৃণমূলের জেলা ভিত্তিক নির্বাচনী কো-অর্ডিনেটর বদল করা হয়েছে। অরূপ বিশ্বাসের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) ও নেতা সওকত মোল্লাকে (Soukat Molla)। ফের দক্ষিণ ২৪ পরগনায় দায়িত্বে অরূপ বিশ্বাস।

 

Previous articleBJP Agitation: বিজেপির কমিশন অভিযানে তুলকালাম!পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আটক প্রিয়াঙ্কা-কল্যাণ
Next articleতেলেঙ্গানা বিল নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে মোদির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব TRS-এর