Saturday, August 23, 2025

Ajinkya Rahane: বিস্ফোরক রাহানে, নাম না করেই বিরাট কোহলির বিরুদ্ধেই তোপ দাগলেন জিঙ্কস

Date:

বিস্ফোরক অজিঙ্কে রাহানে ( Ajinkya Rahane)। এদিন এক সাক্ষাৎকারে নাম না করেই বিরাট কোহলির ( Virat Kohli) বিরুদ্ধেই তোপ দাগলেন তিনি। ক্রমাগত খারাপ পারফরম্যান্সের জন‍্য দল থেকে বাদ পড়েছেন অজিঙ্কে রাহানে। শেষ কয়েকা ম‍্যাচ তাঁর ব‍্যাটিং প্রশ্নের মুখে পড়েছে। কিন্তু গত বছর ঠিক এই সময় অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাস্কর ট্রফি জিতেছিল ভারত। আর এবার সেই জয় নিয়ে মুখ খুললেন জিঙ্কস। এদিন এক সাক্ষাৎকারে রাহানে অভিযোগ এনেছেন যে, সেই জয়ের কৃতিত্ব কেড়ে নিয়েছেন অন্য কেউ। রাহানে দাবি করেন যে সিরিজে বেশ কিছু সিদ্ধান্ত তিনি নিয়েছেন, অথচ তার কৃতিত্ব পেয়েছেন অন্য কেউ।

এক সাক্ষাৎকারে রাহানে বলেন,” আমি জানি আমি কি করেছি অস্ট্রেলিয়া সিরিজে এবং আমার স্বভাবে নেই বাইরে গিয়ে কৃতিত্ব নেওয়ার। হ্যাঁ, বেশ কিছু সিদ্ধান্ত আমি নিয়েছিলাম, কিন্তু তার কৃতিত্ব অন্য কেউ নিয়েছে। আমার কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিজ জেতা, ব‍্যাশ।”

শেষ কয়েকটা ম‍্যাচে ব‍্যাটে একেবারেই রান পাননি রাহানে। অনেকেই প্রশ্ন তুলেছেন তাঁর ব‍্যাটিং নিয়ে। রাহানের এই অফ ফর্মের জেরে অনেকেই মনে করছেন রাহানের কেরিয়ার শেষ হতে চলেছে। যদিও এসব মানতে নারাজ রাহানে। প্রশ্ন শুনে হেসে উড়িয়ে দেন তিনি। এই নিয়ে রাহানে বলেন, “আমি হাসি যখন লোকে বলে আমার কেরিয়ার শেষ হয়ে গিয়েছে, যারা খেলাটা বোঝে তারা এমনভাবে বলে না। প্রত্যেকে জানে অস্ট্রেলিয়ায় বা তার আগে কি হয়েছে, লাল বলের ক্রিকেটে আমার অবদান নিয়ে লোকে কথা বলবে। আমি আমার ক্ষমতা সম্পর্কে আত্মবিশ্বাসী, আমি ভালো ব্যাট করছি এবং আমি বিশ্বাস করি আমার মধ্যে এখনও অনেক ভালো ক্রিকেট বাকি রয়েছে।”

আরও পড়ুন:Sc EastBengal: টাকা পাননি সাত ফুটবলার, ট্রান্সফার ব্যানের মুখে ইস্টবেঙ্গল

 

Related articles

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...
Exit mobile version