Sunday, August 24, 2025

Book Fair: কলকাতা বইমেলায় থিম কান্ট্রি বাংলাদেশ, লোগো উন্মোচন ঘিরে উন্মাদনা

Date:

করোনা আবহে কোভিড বিধি মেনেই ২৮ ফেব্রুয়ারি শুরু হবে এবারের ৪৫ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা। এই নিয়ে তৃতীয়বারের জন্য থিম কান্ট্রি বাংলাদেশ। বইমেলা চলবে ১৩ মার্চ পর্যন্ত, করুণাময়ীর সেন্ট্রাল পার্ক মেলা প্রাঙ্গনে ।
প্রতিদিন বেলা১২ টা থেকে ৮ টা অবধি মেলা খোলা থাকবে। করোনার কারণে গত বছর বইমেলা হয়নি। তাই এই বছর সুষ্ঠভাবে বইমেলা আয়োজন করা চ্যালেঞ্জ গিল্ডের কাছে। মাস্ক ছাড়া মেলা প্রাঙ্গনে ঢোকা যাবে না। এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবের রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর উদযাপন করা হবে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে থিম কান্ট্রি বাংলাদেশের লোগো উন্মোচন হয়। এটি শিল্পরূপ দিয়েছেন শিল্পী মাসুম রহমান। বাংলাদেশের বিশিষ্ট কবি ড. কামাল আব্দুল নাসের চৌধুরী স্মরণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। তিনি বলেন, কলকাতা বাংলাদেশের এক অনন্য বন্ধু । কলকাতার সঙ্গে বাংলাদেশের স্বাধীনতা জড়িত।

গিল্ড কর্তৃপক্ষ জানান,আন্তর্জাতিক কলকাতা বইমেলা ২০২২-এর পরিবর্তিত সময়সূচি ইন্টারন্যাশনাল পাবলিশার্স এসোসিয়েশন জেনেভার স্বীকৃতি পেয়েছে। বাংলাদেশের ৪২ জন প্রকাশক থাকবেন। এবং ৮৫টি স্টল বাংলাদেশের। প্রায় ৬০০ টি স্টল থাকবে। লিটিল ম্যাগাজিন এর প্রায় ২০০ টি স্টল থাকবে বইমেলায়। ৯ টি গেট থাকবে। বাংলাদেশ ছাড়াও থাকছে ব্রিটেন, আমেরিকা, রাশিয়া, ইতালি, ইরান, স্পেন,আর্জেন্টিনা, মেক্সিকো এবং অন্যান্য লাতিন আমেরিকার দেশ।

রাজ্যের এবং দেশের ভিন্ন প্রকাশকরাও অংশগ্রহণ করবেন। ৩ এবং ৪ মার্চ কলকাতা বইমেলায় বাংলাদেশ দিবস উদযাপিত হবে। ৬ মার্চ উদযাপন হবে শিশু দিবস। ১১ এবং ১২ মার্চ কলকাতা লিটারেচর ফেস্টিভ্যাল উদযাপন হবে।

Related articles

পরিযায়ী শ্রমিকদের জন্য ‘শ্রমশ্রী’ প্রকল্পে নাম নথিভুক্তি শুরু

পরিযায়ী শ্রমিকদের সুবিধার্থে এবার আরও এক পদক্ষেপ রাজ্য সরকারের। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির আওতায় দুয়ারে সরকার শিবিরেও...

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...
Exit mobile version