Thursday, August 21, 2025

যুদ্ধের আশঙ্কা: মার্কিন নাগরিকদের দ্রুত ইউক্রেন ছাড়ার পরামর্শ বাইডেনের

Date:

ইউক্রেনকে(Ukren) কেন্দ্র করে আমেরিকা(America) রাশিয়ার(Rassia) মধ্যে উত্তেজনার পারদ ক্রমাগত বেড়ে চলেছে। এই পরিস্থিতির মাঝেই এবার মার্কিন প্রেসিডেন্টের(Us Precident) বক্তব্যকে ঘিরে বাড়ল উত্তেজনা। জো বাইডেন(Joe Biden) স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “ইউক্রেনে বসবাসকারী আমেরিকার নাগরিকদের অবিলম্বে ওই দেশ ছেড়ে চলে যাওয়া উচিত।” প্রেসিডেন্টের এহেন বক্তব্যের পর যুদ্ধের অশনিসংকেত দেখছে কূটনৈতিক মহল।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বিশ্বের বৃহত্তম সেনাবাহিনীর সঙ্গে মোকাবিলা করছি আমরা। এটা একেবারেই ভিন্ন পরিস্থিতি। যে কোনও মুহূর্তে যে কোনও দিকে যেতে পারে পরিস্থিতি। তাই ইউক্রেনে বসবাসকারী আমেরিকানদের সে দেশ ত্যাগ করাই শ্রেয়। পাশাপাশি বাইডেন এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকা কোনভাবেই ইউক্রেনে সেনা পাঠাবে না। এক্ষেত্রে রাশিয়া যদি আক্রমণের করে তবে সে দেশে বসবাসকারী মার্কিন নাগরিকদের উদ্ধারের জন্যও না। তিনি জানান যদি আমেরিকা ও রাশিয়ার সৈন একে অপরকে গুলি ছুঁড়তে শুরু করে তাহলে পৃথিবী আর একটা বিশ্বযুদ্ধ দেখবে বলেও মনে করেন তিনি।

আরও পড়ুন:lata mangeshkar : বায়োপিকে লতার চরিত্রে হেমা মালিনী! চিত্রনাট্য দেখছে মঙ্গেশকর পরিবার

উল্লেখ্য, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় দেড় লক্ষ সেনা পাঠানোর পর শুরু হয়েছে ঠান্ডা যুদ্ধ। প্রথম আলোচনার মাধ্যমে দুই পক্ষ পরিস্থিতি মিটিয়ে ফেলার কথা বললেও যায় আসে না এখনো কিছু না হওয়ায় হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অবশ্য জানিয়েছেন আমেরিকায় আক্রমণের কোনো পরিকল্পনা নেই তাদের। তারপরও কেন এত সেনা মোতায়েন করা হলো তার অবশ্য কোনো জবাব পাওয়া যায়নি। এই পরিস্থিতিতে যুদ্ধের সম্ভাবনা প্রবল হয়ে উঠছে বলেই মনে করছে কূটনৈতিক মহল।

Related articles

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...

এশিয়া কাপে খেললেও, ভারত-পাকিস্তানের মধ্যে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়

পাকিস্তানের সঙ্গে কোনওরকম দ্বিপাক্ষিক সিরিজ নয়। এবার সাফ জানিয়ে দিল ভারত সরকার। এশিয়া (Asia Cup) কাপে ভারত-পাকিস্তান (India-Pakistan)...

পুজোয় আসছে ৪ বাংলা ছবি, সিনেমা স্ক্রিনিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত: জানালেন পিয়া

সিনে প্রেমীদের জন্য সুখবর। এই বছর পুজোয় চারটি বাংলা ছবি (Bengali Film) মুক্তি পেতে চলেছে। প্রথম বৈঠকের পরে...

স্বাস্থ্য-জীবনবিমা থেকে GST প্রত্যাহারের প্রস্তাব, মন্ত্রিগোষ্ঠীর কাছে পাঠাল কেন্দ্র 

অবশেষে স্বাস্থ্য ও জীবন বিমায় প্রিমিয়ামের উপর ১৮ শতাংশ জিএসটি পুরোপুরি প্রত্যাহারের প্রস্তাব পাঠাল কেন্দ্র। জিএসটি সংক্রান্ত মন্ত্রীগোষ্ঠীর...
Exit mobile version