WB Municipal Election: পুরভোটের আগে তুঙ্গে পুলিশি তৎপরতা! লেকটাউন থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত ২

রাত পোহালেই শনিবার বিধাননগরে পুরসভা এলাকায় নির্বাচন। তার আগেই শুক্রবার সকাল থেকেই এলাকায় চলছে নাকাচেকিং। এদিন সকালে নাকা চেকিংয়ের সময় আগ্নেয়াস্ত্র-সহ ২ দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ॥লেকটাউন থানার গোলাঘাটা এলাকা থেকে ওই বহিরাগত সশস্ত্র দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়। শুক্রবার তাদের অস্ত্র আইন ধারা মামলা রুজু করে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হবে।

আরও পড়ুন:Rail Accident:পরীক্ষা হত না ইঞ্জিনের,রেলের কারণেই ময়নাগুড়ির ভয়াবহ দুর্ঘটনা

পুলিশ সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে তন্ময় মুখোপাধ্যায় ও সম্রাট পাল নামে দুই যুবক বাইকে বিধাননগর পৌরনিগম সংলগ্ন এলাকায় ঢুকেছিল। তন্ময় বেলেঘাটার বাসিন্দা ও সম্রাট ফুলবাগানের বাসিন্দা। এলাকায় বাইক নিয়ে ইতঃস্তত ঘোরাফেরা করায় সন্দেহ হয় স্থানীয়দের।এরপর স্থানীয়রাই পুলিশে খবর দেয়।এরপর তাদের গ্রেফতার করে পুলিশ।

কড়া নাড়ছে পুরসভা ভোট। আগামীকাল বিধাননগর পুরসভার ভোট। গত কয়েক সপ্তাহ জুড়ে তার চূড়ান্ত প্রস্তুতি চলেছে । প্রার্থীরাও পুরদমে তাঁদের প্রচার সেরেছে। এবার পুরভোটের আগে চলছে কড়া পুলিশি পাহাড়া। গতকাল রাত থেকেই গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে চলছে চেকিং।

Previous articleRail Accident:পরীক্ষা হত না ইঞ্জিনের,রেলের কারণেই ময়নাগুড়ির ভয়াবহ দুর্ঘটনা
Next articleHardik Pandya: আইপিএলে নতুন দল গুজরাত টাইটান্সের দায়িত্ব পেয়ে গর্বিত হার্দিক