Saturday, December 13, 2025

Kunal Ghosh:মুকুল রায়কে গ্রেফতার করতে হবে, বিস্ফোরক ট্যুইটে কুণালের দাবি

Date:

Share post:

শুক্রবার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুকুল রায় দলবদল করেননি বিজেপিতেই আছেন। এব্যাপারে প্রামাণ্য কোনও জোরদার তথ্য তাঁর হাতে না আসাতেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কুণাল ঘোষ একটি ট্যুইট করেন। এই ট্যুইটে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সারদা-নারদায় জড়িত মুকুল রায়। CBI-এর উচিত তাঁকে অবিলম্বে গ্রেফতার করে তাঁর সঙ্গে মুখোমুখি আমায় জেরায় বসানো।


আরও পড়ুন:রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে প্রস্তাব পেশ তৃণমূলের

কেন এই আক্রমণ কুণালের?কুণাল জানিয়েছেন, এই দাবি আমি বহুদিন থেকে করে আসছি। পাশাপাশি এই দাবি আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে করছি না। এই দাবি ব্যাক্তি কুণালের। সারদা মামলায় যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল,তার মূল চক্রী ছিলেন মুকুল রায়। তার চক্রান্তের কারণেই কোনও অন্যায় না করেও আমাকে দীর্ঘ হয়রানি সহ্য করতে হয়েছে। সেদিন যারা মূল চক্রী ছিল, তারা নিরাপদে থাকবে আর আমাকে দিনের পর দিন কোর্টের শুনানিতে হাজির থাকতে হবে, এটা একসঙ্গে চলতে পারে না।


পাল্টা প্রশ্ন ছিল, এতদিন পরে কেন ফের এই দাবি তুললেন? কুণাল জবাবে বলেছেন, খোঁজ নিয়ে দেখুন, বিগত কয়েকদিন ধরে আমাকে এই সংক্রান্ত মামলায় দীর্ঘক্ষণ কোর্টে থাকতে হয়েছে। এবং এই মামলা লড়তে গিয়ে আমি কোনও মহলের কোনওরকম সাহায্য চায়নি বা নিইনি। মাথা উঁচু করে চক্রান্তের বিরুদ্ধে লড়াই করছি এবং দিনের শেষে জানি সত্যেরই জয় হবে। আর ঠিক এই কারণেই আমি CBI-কে চিঠি দিয়েছি। চিঠিতে দাবি জানিয়েছি,মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় বসানো হোক। সারদা মামলার মূল চক্রান্তকারীদের গ্রেফতারের জন্য এর আগে রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জেরাতেও CBI-কে সাহায্য করেছি, এক্ষেত্রেও তদন্তে সাহায্য করতে প্রস্তুত।

spot_img

Related articles

আজ দুপুর থেকে টানা ৪দিন বন্ধ তারাতলা ফ্লাইওভার, বিকল্প জানাল পুলিশ

রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার দুপুর সাড়ে তিনটে থেকে আগামী ৪ দিনের জন্য বন্ধ হতে চলেছে তারাতলা ফ্লাইওভার (Taratala...

মেসি ম্যানিয়ায় চূড়ান্ত বিশৃঙ্খলা: দুঃখপ্রকাশ করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

নজিরবিহীন বিশৃঙ্খলনা যুবভারতী ক্রীড়াঙ্গনে। আয়োজকদের অব্যবস্থায় ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনুষ্ঠানে নিজে যোগ দিতে পারলেন না মুখ্যমন্ত্রী...

মেসি জ্বরে কাবু কলকাতায় ফুটবলের ঈশ্বর দর্শন আব্রামের, আর্জেন্টিয়ান তারকার সঙ্গে হাসিমুখে SRK

এক ফ্রেমে দুই তারকা। একজনের পায়ের প্যাঁচে বিপক্ষ নাস্তানাবুদ, অন্যজনের প্রেমের প্যাশনে ঘায়েল সব বয়সীরা। কিন্তু কলকাতা যখন...

উড়ে এলো বোতল – পালালেন সৌরভ, মাঠেই ঢুকলেন না শাহরুখ! শতদ্রু দত্তর নামে ক্ষোভ

ভোর রাত থেকে বিমানবন্দর থেকে যুবভারতী পর্যন্ত অপেক্ষা মেসি ভক্তদের। রাস্তার ধারে অগণিত ফুটবল প্রেমীরা ভিড় করেছিলেন এক...