Friday, November 14, 2025

Kunal Ghosh:মুকুল রায়কে গ্রেফতার করতে হবে, বিস্ফোরক ট্যুইটে কুণালের দাবি

Date:

Share post:

শুক্রবার রাজ্য বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, মুকুল রায় দলবদল করেননি বিজেপিতেই আছেন। এব্যাপারে প্রামাণ্য কোনও জোরদার তথ্য তাঁর হাতে না আসাতেই তিনি এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। এই ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই কুণাল ঘোষ একটি ট্যুইট করেন। এই ট্যুইটে তিনি স্পষ্ট ভাষায় বলেন, সারদা-নারদায় জড়িত মুকুল রায়। CBI-এর উচিত তাঁকে অবিলম্বে গ্রেফতার করে তাঁর সঙ্গে মুখোমুখি আমায় জেরায় বসানো।


আরও পড়ুন:রাজ্যপালের অপসারণের দাবিতে সংসদে প্রস্তাব পেশ তৃণমূলের

কেন এই আক্রমণ কুণালের?কুণাল জানিয়েছেন, এই দাবি আমি বহুদিন থেকে করে আসছি। পাশাপাশি এই দাবি আমি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক হিসেবে করছি না। এই দাবি ব্যাক্তি কুণালের। সারদা মামলায় যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল,তার মূল চক্রী ছিলেন মুকুল রায়। তার চক্রান্তের কারণেই কোনও অন্যায় না করেও আমাকে দীর্ঘ হয়রানি সহ্য করতে হয়েছে। সেদিন যারা মূল চক্রী ছিল, তারা নিরাপদে থাকবে আর আমাকে দিনের পর দিন কোর্টের শুনানিতে হাজির থাকতে হবে, এটা একসঙ্গে চলতে পারে না।


পাল্টা প্রশ্ন ছিল, এতদিন পরে কেন ফের এই দাবি তুললেন? কুণাল জবাবে বলেছেন, খোঁজ নিয়ে দেখুন, বিগত কয়েকদিন ধরে আমাকে এই সংক্রান্ত মামলায় দীর্ঘক্ষণ কোর্টে থাকতে হয়েছে। এবং এই মামলা লড়তে গিয়ে আমি কোনও মহলের কোনওরকম সাহায্য চায়নি বা নিইনি। মাথা উঁচু করে চক্রান্তের বিরুদ্ধে লড়াই করছি এবং দিনের শেষে জানি সত্যেরই জয় হবে। আর ঠিক এই কারণেই আমি CBI-কে চিঠি দিয়েছি। চিঠিতে দাবি জানিয়েছি,মুকুল রায়ের সঙ্গে মুখোমুখি জেরায় বসানো হোক। সারদা মামলার মূল চক্রান্তকারীদের গ্রেফতারের জন্য এর আগে রাজীব কুমারের সঙ্গে মুখোমুখি জেরাতেও CBI-কে সাহায্য করেছি, এক্ষেত্রেও তদন্তে সাহায্য করতে প্রস্তুত।

spot_img

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...