Monday, May 5, 2025

টোকিও অলিম্পিক্সের সময় ( Tokyo Olympics) থেকেই তারকা টেবিল টেনিস খেলোয়াড় মনিকা বাত্রা( Manika Batra) ও ভারতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের (Soumyadeep Roy) মধ্যে সংঘাত ছিল অব্যাহত। ঘটনার চলছিল মামলাও। আর এবার সেই মামলার বিষয়ে বড় সিদ্ধান্ত নিল দিল্লি হাইকোর্ট। সেই মামলায় ম্যাচ গড়াপেটায় দোষী সাব্যস্ত হলেন সৌম্যদীপ। এর ফলে কড়া শাস্তি হতে পারে সৌম‍্যদীপের। এছাড়াও টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়ার এক্সিকিউটিভ কমিটিকেও ছ’মাসের জন্য নির্বাসিত করেছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, সংস্থার কাজ পরিচালনার জন্য এক সপ্তাহের মধ্যে নিয়োগ করা হবে প্রশাসক।

জাস্টিস রেখা পাল্লি মনিকা বাত্রার হয়ে দিল্লি হাইকোর্টে পিটিশন দাখিল করেছিলেন। আর এই নিয়ে গত নভেম্বরে সুপ্রিম কোর্টের জাস্টিস বিক্রমজিত সেনের অধীনে তিন সদস্যের কমিটি মনিকা বাত্রার এই পিটিশন পর্যবেক্ষণ করেন।সমস্ত অভিযোগ পর্যালোচনা করে দিল্লি হাইকোর্ট জাতীয় টেবিল টেনিস ফেডারেশনকে সাসপেন্ড করেছেন। আর সেখানে এক অ্যাডমিনিস্ট্রেটর নিয়োগের কথা ঘোষণা করেছে হাইকোর্ট।

গত বছর সেপ্টেম্বর মাসে মনিকা বাত্রা একটি মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, জাতীয় দলের তৎকালীন কোচ সৌম্যদীপ রায় তাঁকে অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বের একটি ম্যাচ ছেড়ে দিতে বলেন। মনিকা অলিম্পিক্স সিঙ্গলসে সৌম্যদীপের কোচিংয়ে খেলতে অস্বীকার করেন। জাতীয় দলের কোচের অধীনে খেলতে অস্বীকার করায় মনিকাকে শোকজ করে টেবিল টেনিস ফেডারেশন অফ ইন্ডিয়া।

আরও পড়ুন:Surajit Sengupta: অতি সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, হাসপাতালে দেখতে গেলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

Related articles

নিরাপত্তা পরিস্থিতি ঘিরে উদ্বেগ! নাইজারে অপহৃত ছয় ভারতীয় পরিযায়ী শ্রমিক

পশ্চিম আফ্রিকার নাইজারের তিল্লাবেরি অঞ্চলে ছয়জন ভারতীয় পরিযায়ী শ্রমিককে অপহরণ করেছে সশস্ত্র জঙ্গিরা। গত ২৫ এপ্রিল ঘটে যাওয়া...

কড়া নজরদারিতে রাজ্য নির্বিঘ্নে হল নিট পরীক্ষা

চলতি বছর রবিবার হয়ে গেল ডাক্তারি কোর্সে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা।  ন্যাশনাল টেস্টিং এজেন্সির তত্ত্বাবধানে গোটা দেশজুড়ে প্রায়...

পরপর ছয় বলে ছটা ছয়, ইতিহাস তৈরি রিয়ান পরাগের

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালস(RR) জিতে পারেনি ঠিকই। কিন্তু ঐতিহ্যের ইডেনেই ইতিহাস তৈরি করলেন রিয়ান পরাগ(Riyan Parag)। পরপর ছয়...

ব্যানার-হোর্ডিংয়ে ছেয়ে গিয়েছে এলাকা! মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত তৃণমূল 

সোমবার ঝটিকা সফরে মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে বহরমপুর থেকে রওনা হয়ে তিনি পৌঁছাবেন ধুলিয়ানে। সূত্রের...
Exit mobile version