Thursday, August 21, 2025

বঙ্গের রাজ্যপালের(Govornar) জগদীপ ধনকড়কে(Jagdeep Dhankar) অপসারণের দাবিতে রাজ্যসভায় স্বতন্ত্র প্রস্তাব আনলো তৃণমূল(TMC)। শুক্রবার রাজ্যসভায় তৃণমূল সাংসদ তথা দলের মুখ্য সচেতক সুখেন্দু শেখর রায়(Sukhendu Sekhar Roy) এই প্রস্তাব পেশ করেন। তৃণমূলের আনা প্রস্তাবে রাজ্যপাল জগদীপ ধনখড়ের (Jagdeep Dhankhar) বিরুদ্ধে পশ্চিমবঙ্গ সরকারের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ করার অভিযোগ আনা হয়েছে৷ পাশাপাশি, সংবাদমাধ্যম এবং সামাজিক মাধ্যমেও প্রতিনিয়ত নির্বাচিত সরকারকে সমালোচনা করারও অভিযোগ আনা হয়েছে৷

এই প্রস্তাব প্রসঙ্গে তৃণমূল নেতা সুখেন্দুশেখর রায় জানান, ২০২০ সালের ডিসেম্বর মাসে লোকসভায় তৃণমূলের তরফে দেশের রাষ্ট্রপতিকে চিঠি লিখে বিস্তারিত বিবরণ সহ জানানো হয় কীভাবে রাজ্যপাল প্রতিনিয়ত নির্বাচিত রাজ্য সরকারের কাজে হস্তক্ষেপ করছেন, কীভাবে তিনি রাজ্য সরকারকে সর্বসমক্ষে হেনস্থা করছেন, প্রশাসনিক কাজে হস্তক্ষেপ করছেন এবং রাজ্য সরকারের নামে সংবাদমাধ্যমে কুৎসা ছড়াচ্ছেন তিনি। তৃণমূলের দাবি রাজ্যপালের পদে থেকে তিনি দলীয় ব্যক্তির মত কাজ করছেন। চিঠি দেওয়ার পরে ১৪ মাস অপেক্ষা করেছে তৃণমূল কিন্তু কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি। এরফলেই রাজ্যসভার ১৭০ নম্বর বিধি অনুযায়ী রাজ্যপালের বিরুদ্ধে তারা স্বতন্ত্র প্রস্তাব এনেছেন, যেখানে রাজ্যপালের কার্যকলাপে উদ্বেগ প্রকাশ করে তাঁকে অপসারনের দাবি জানানো হয়েছে।

আরও পড়ুন:Ranbir Kapoor- Alia Bhatt : গোপনে বিয়ে সেরে ফেললেন রণবীর-আলিয়া ?

উল্লেখ্য, রাজ্যপালের সঙ্গে রাজ্য সরকারের সংঘাত সাম্প্রতিক সময়ে ব্যাপক আকার নিয়েছে। গত ২৫ জানুয়ারি রাজ্যপাল বিধানসভায় দাঁড়িয়ে সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সমালোচনা করার পর বিষয়টি চরমে পৌঁছয়৷ এর পরেই দলীয় সাংসদদের নিয়ে তৃণমূলনেত্রীর বৈঠকে রাজ্যপালের বিরুদ্ধে স্বতন্ত্র প্রস্তাব আনার সিদ্ধান্ত হয়৷ সেই মতোই এ দিন স্বতন্ত্র প্রস্তাব আনা হয়েছে৷ সংসদের কার্যবিধি অনুযায়ী, রাজ্যপালের মতো সাংবিধানিক পদে থাকা কারও ত্রুটি বা গাফিলতির বিরুদ্ধে এই স্বতন্ত্র প্রস্তাব আনা যায়৷

Related articles

নিরপেক্ষতা, মর্যাদা, আলোচনা: উপরাষ্ট্রপতি পদে মনোনয়নে সুদর্শন রেড্ডির শপথ

আমার জীবন জনগণের সেবায় নিয়োজিত। সুপ্রিম কোর্টের বিচারপতি থেকে শুরু করে একজন আইনের ছাত্র হিসেবে ভারতের গণতান্ত্রিক প্রথা,...

“ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচটা নিজেকে প্রমাণ করার ছিল”: জবি জাস্টিন

ইস্টবেঙ্গল (Eastbengal) তাঁকে ছেড়ে দিয়েছিল। একটা সুযোগ খুঁজছিলেন নিজেকে প্রমাণ করার। ডুরান্ডের (Durand Cup) সেমিফাইনালেই প্রাক্তন দল ইস্টবেঙ্গলের...

অভিষেকের পেপটকেই ইস্টবেঙ্গল বধ DHFC-র: ফাঁস করলেন মানস ভট্টাচার্য

প্রথমবার ডুরান্ড খেলতে নেমেই বাজিমাতের পথে ডায়মন্ড হারবার এফসি। আর দলের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) পেপটকেই (pep...

আমন্ত্রণ আসেনি: শুক্রবার কী করবেন দিলীপ ঘোষ, অকপট, অভিমানী

কাজের সময় কাজি, কাজ ফুরোলেই পাজি। যে দিলীপ ঘোষের হাত ধরে বঙ্গে বিজেপির উত্থান, শুভেন্দু-সুকান্ত জমানায় সেই দিলীপকেই...
Exit mobile version