রবিবার ভোরের দিকে নারকেলডাঙ্গা নর্থ রোডের একটি বাড়িতে আগুন লাগে । প্রত্যক্ষদর্শীদের বিবরণ থেকে জানা গিয়েছে বাড়িটির দোতলায় দাউ দাউ করে আগুন ছড়িয়ে পড়ে । স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। দমকলের ৮টি ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। জানা গিয়েছে সে সময় ওই বাড়ির দোতলার ঘরটিতে বেশ ছিলেন। তাদের মধ্যে ১৩ বছরের এক কিশোরীও ছিল । দুজন অগ্নিদগ্ধ হয়েছে। তবে প্রাণহানির কোনো খবর নেই। কীভাবে এই আগুন ছড়ালো তার কারণ এখনও জানা যায়নি।
