Wednesday, August 27, 2025

Hijab issue: হিজাব বিতর্কে কর্নাটক সরকারকে সমর্থন কেরলের রাজ্যপালের

Date:

Share post:

দেশ জুড়ে তোলপাড় হিজাব বিতর্ক (Hijab Controversy)। এর মাঝেই ইন্ধন জোগালেন কেরলের রাজ্যপাল (Governor of Kerala)। শনিবার সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর এক সাক্ষাৎকারে হিজাব নিয়ে মন্তব্য করে নতুন বিতর্ক তৈরি করলেন আরিফ মহম্মদ খান( Arif Mohammad Khan)। তিনি বলেন, শিখ ধর্মে পাগড়ির মতো হিজাব ইসলাম ধর্মের অঙ্গ নয়।

সম্প্রতি কর্নাটকে (Karnataka) হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে বারবার অশান্ত হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস, উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। এরপর শনিবার কেরলের রাজ্যপাল(Governor of Kerala) কোরানের প্রসঙ্গ উল্লেখ করে বলেছেন, হিজাব (Hijab) ইসলাম ধর্মের অঙ্গ নয়।

প্রসঙ্গত গত কয়েকদিন ধরেই হিজাব বিতর্ক সংবাদের শিরোনামে উঠে এসেছে। হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশের উপর নিষেধাজ্ঞার পাল্টা জবাব দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠন। তাঁরা গেরুয়া ওড়না পরে মাঠেও নেমেছেন। এরপর থেকেই বিতর্ক আরো জোরালো হয়েছে। বিষয়টি বর্তমানে আদালতের বিচারাধীন। শনিবার এক সাক্ষাৎকারে কেরলের রাজ্যপাল বলেন, ‘‘হিজাব ইসলামের অঙ্গ নয়। কোরানেও হিজাবের উল্লেখ রয়েছে মাত্র সাত বার। এর সঙ্গে মহিলাদের পোশাকের কোনও সম্পর্ক নেই। এটি ‘পর্দার’ সঙ্গে সম্পর্কিত। যায় অর্থ আপনি যখন কথা বলবেন, তার মাঝে একটি ‘পর্দা’ থাকা উচিত।’’

উল্লেখ্য, এই হিজাব বিতর্কে বারবার উঠে এসেছে শিখদের পাগড়ি পরার বিষয়টিও। আরিফ মহম্মদ খান অবশ্য এই যুক্তি মানতে নারাজ। তাঁর মতে পাগড়ি হল শিখদের ধর্মের অঙ্গ। কিন্তু হিজাব ইসলাম ধর্মের অত্যাবশকীয় অঙ্গ নয়। তাহলে কি এই ইস্যু উদ্দেশ্য প্রণোদিত ? মুসলিম নারীদের অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়ার ভয়ংকর ষড়যন্ত্র? কেরলের রাজ্যপাল এ প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তাঁর বক্তব্যে সেরকমই ইঙ্গিত পাওয়া যায়।

 

 

 

spot_img

Related articles

তিনিই নিয়োগ করেছিলেন, এবার গৌড়বঙ্গের উপাচার্যকে সরালেন রাজ্যপালই

রাজ্যের তালিকা অগ্রাহ্য করে বাংলার বিশ্ববিদ্যালয়গুলির উপর কার্যত এক নায়কতন্ত্র চালানোয় অভিযুক্ত রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C...

ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর, কী বললেন প্রধানমন্ত্রী মোদি?

চলতি বছরে ভারতে বসছে দাবা বিশ্বকাপের আসর। ২০০২ সালের পর আবারও দাবা বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত। ২৩...

একসঙ্গে গণেশ পুজোয়! সুনিতা বললেন ‘আমার গোবিন্দা শুধুই আমার’

বিচ্ছেদের যাবতীয় গুঞ্জন উড়িয়ে এক সঙ্গে গোবিন্দা-সুনিতা (Govinda-Sunita)। বুধবার বাড়ির গণেশ পুজোয় (Ganesh festival) ভেস্তে দিলেন নিন্দুকদের সব...

আমার ইতিহাস জড়িয়ে রয়েছে: মহারাষ্ট্র নিবাসের গণেশপুজোয় মন্তব্য মমতার

১০১ বছরে পড়ল কলকাতার মহারাষ্ট্র নিবাসের গণেশপুজো (Ganesh Pujo)। বুধবার, সেই পুজোর উদ্বোধন করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়...