Saturday, August 23, 2025

Punjab: বড় ধাক্কা কংগ্রেসে, ভোটের আগে দল ছাড়লেন অশ্বিনী কুমার

Date:

নির্বাচনের ঠিক আগেই কংগ্রেসকে চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশ্বিনী কুমার(Ashwini Kumar)। এদিন সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) চিঠি লিখে কংগ্রেস(Congress) থেকে পদত্যাগ করেন তিনি। চিঠিতে অশ্বিনী কুমার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁর দলত্যাগের কারণ। নির্বাচনের আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রীর এভাবে দলত্যাগে স্বাভাবিকভাবেই চাপে কংগ্রেস।

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Congress Interim President Sonia Gandhi) লেখা চিঠিতে অশ্বিনী জানিয়েছেন, “বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পরে, এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমান পরিস্থিতিতে নিজের সম্মান নিয়ে জাতীয় স্বার্থে কাজ করার ক্ষেত্রে দলের বাইরে যেতে চাই।”

আরও পড়ুন:Kalighat: কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুক্রবার

উল্লেখ্য, ৬৯ বছর বয়সী এই রাজনীতিবিদ ভারতের সর্বকনিষ্ঠ অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছেন। তিনি পাঞ্জাব থেকে ১৪ বছর রাজ্যসভার সাংসদও ছিলেন এবং গত ইউপিএ সরকারে বেশ কয়েকটি দায়িত্বও সামলেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে কংগ্রেস ছেড়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুস্মিতা দেব, প্রিয়াঙ্কা চতুর্বেদী, ললিতেশপতি ত্রিপাঠী, আরপিএন সিং-এর মতো নেতারা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একের পর এক শীর্ষ নেতৃত্বের এভাবে দল থেকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে হাত শিবির। এরই মাঝে অশ্বিনী কুমারের মতো জনপ্রিয় মুখ দল ত্যাগ করাই ভোটের আগে রীতিমতো ব্যাকফুটে কংগ্রেস।

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version