Wednesday, December 17, 2025

Punjab: বড় ধাক্কা কংগ্রেসে, ভোটের আগে দল ছাড়লেন অশ্বিনী কুমার

Date:

Share post:

নির্বাচনের ঠিক আগেই কংগ্রেসকে চিন্তা বাড়িয়ে দল ছাড়লেন বর্ষীয়ান কংগ্রেস নেতা অশ্বিনী কুমার(Ashwini Kumar)। এদিন সোনিয়া গান্ধীকে(Sonia Gandhi) চিঠি লিখে কংগ্রেস(Congress) থেকে পদত্যাগ করেন তিনি। চিঠিতে অশ্বিনী কুমার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তাঁর দলত্যাগের কারণ। নির্বাচনের আগে কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রীর এভাবে দলত্যাগে স্বাভাবিকভাবেই চাপে কংগ্রেস।

কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীকে (Congress Interim President Sonia Gandhi) লেখা চিঠিতে অশ্বিনী জানিয়েছেন, “বিষয়টি নিয়ে অনেক ভাবনাচিন্তার পরে, এই সিদ্ধান্তে পৌঁছেছি। বর্তমান পরিস্থিতিতে নিজের সম্মান নিয়ে জাতীয় স্বার্থে কাজ করার ক্ষেত্রে দলের বাইরে যেতে চাই।”

আরও পড়ুন:Kalighat: কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুক্রবার

উল্লেখ্য, ৬৯ বছর বয়সী এই রাজনীতিবিদ ভারতের সর্বকনিষ্ঠ অতিরিক্ত সলিসিটর জেনারেল হিসেবে কাজ করেছেন। তিনি পাঞ্জাব থেকে ১৪ বছর রাজ্যসভার সাংসদও ছিলেন এবং গত ইউপিএ সরকারে বেশ কয়েকটি দায়িত্বও সামলেছেন তিনি। প্রসঙ্গত, এর আগে কংগ্রেস ছেড়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুস্মিতা দেব, প্রিয়াঙ্কা চতুর্বেদী, ললিতেশপতি ত্রিপাঠী, আরপিএন সিং-এর মতো নেতারা। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। একের পর এক শীর্ষ নেতৃত্বের এভাবে দল থেকে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে হাত শিবির। এরই মাঝে অশ্বিনী কুমারের মতো জনপ্রিয় মুখ দল ত্যাগ করাই ভোটের আগে রীতিমতো ব্যাকফুটে কংগ্রেস।

spot_img

Related articles

গিলের চোট নিয়ে উদ্বেগ, দূষণের জেরে নির্ধারিত সময়ে শুরু হল না ম্যাচ

চোট কাটিয়ে ফিরেছিলেন। কিন্ত চতুর্থ টি২০ ম্যাচের আগের ফের চোটের করলে পড়লেন শুভমান গিল(Subhaman Gill)। লখনউতে ম্যাচের আগে...

একাধিক অভিযোগে কাঁথি পুরবোর্ডকে শোকজ! সাত দিনের সময় বেঁধে দিল রাজ্য

বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক অস্বস্তি কাঁথি পুরসভায়। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর কাঁথি পুরবোর্ডকে শোকজ করায় জেলাজুড়ে শুরু...

কয়েকজনের আদিখ্যেতায় মেসি-ফ্যানরা নিরাশ: ক্ষুব্ধ অভিষেক, নিশানা বিরোধীদেরও

কয়েকজনের আচার আচরণ, আদিখ্যেতায় যুবভারতীতে মেসির অনুষ্ঠানে গোলমাল হয়েছে। তবে, যেভাবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ক্ষমা...

ভোটার তালিকা বিতর্কে BLA-দের নিয়ে ২২ ডিসেম্বর নেতাজি ইনডোরে বৈঠক মমতার

খসড়া ভোটার তালিকা প্রকাশের পর থেকেই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এক দিন আগেই প্রকাশিত খসড়া...