Kalighat: কালীঘাটে তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক শুক্রবার

তৃণমূলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠক ডাকলেন মমতা।

দলের নতুন জাতীয় কর্মসমিতি গড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এবার সেই কর্মসমিতির বৈঠক ডাকলেন তিনি। ১৮ তারিখ বিকেল ৪টে নাগাদ কালীঘাটে দলের জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকের ডাক দিয়েছেন তৃণমূল (Tmc) সুপ্রিমো।

২০ জন বর্ষীয়ান ও যুব নেতৃত্বকে নিয়ে তৈরি হয়েছে তৃণমূলের জাতীয় কর্মসমিতি। গত শনিবার, কালীঘাটের জরুরি বৈঠকে শুধুমাত্র সদস্যদের নামের তালিকা ঘোষণা করা হয়েছিল। আপাতত সমস্ত দায়িত্ব জাতীয় কর্মসমিতির এবং শীর্ষে রয়েছেন চেয়ারপার্সন মমতা বন্দ্যোপাধ্য়ায়। অন্যান্য পদাধিকারীদের নাম নেত্রী পরে ঘোষণা করবেন বলে জানিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chantterjee)। রাজনৈতিক মহলের মতে, এবার পদাধিকারীদের নাম ঘোষণা করতে পারেন মমতা।

আরও পড়ুন:Csk: তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর দর বাড়ুক, বললেন সিএসকের এই ক্রিকেটার

একই সঙ্গে যে চার পুরসভা নির্বাচনের ফল সোমবার ঘোষণা হয়েছে, সেগুলির মেয়র-সহ অন্যান্য পদাধিকারীদের নামও ঘোষণা করে পারেন মমতা। এর মধ্যে শিলিগুড়ি পুরসভার মেয়রের নাম ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বাকি তিনটি নামও শুক্রবারের বৈঠকে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছে।

Previous articleCsk: তিনি চাননি ১৩ কোটির পর তাঁর আর দর বাড়ুক, বললেন সিএসকের এই ক্রিকেটার
Next articleWest Bengal: গোমূত্র ও গোবরে সোনা! গুজবে চাঞ্চল্য দেগঙ্গায়!