Dev:মানুষের পাশে থাকার স্বীকৃতি, লোকসভার স্পিকারের মুখে তৃণমূল সাংসদ দেবের প্রশংসা

সবসময় মানুষের পাশে থেকেছেন। অতিমারি পরিস্থিতিতে মানুষের কাছে ভগবান হয়ে উঠেছিলেন তৃণমূল সাংসদ দেব। শুধু পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানোই নয়, ঘাটালে নিজের অফিসকে কোভিড কেয়ার সেন্টারে রুপান্তরিত করেছিলেন তিনি। তাই সবসময় মানুষের পাশে থাকা তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে প্রশংসাপত্র দিলেন লোকসভার স্পিকার ওম বিড়লা।


আরও পড়ুন:আসানসোল পুরনিগমের নির্বাচনের ফল

শুরুটা কোভিড কালে হলেও, কোনওদিনও নিজের কাজের জন্য স্পটলাইটে আসতে চাননি। নিজে দাঁড়িয়ে একাহাতে মানুষের পরিষেবা করেছেন।  শুধু খাওয়ারের ব্যবস্থা বা পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরানো নয়, রাস্তায় পড়ে থাকা বৃদ্ধার অস্ত্রোপচারও করেছিলেন দেব।


অভিনেতা-সাংসদ তথা এককথায় ঘাটালবাসীর কাছে দেব ত্রাতা সমান। নিজে হাতে আইসলেশনে থাকা করোনা রোগীদের কাছে খাবার পৌঁছে দিয়েছিলেন তিনি। একাধিক ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজনও করেন তিনি। ঘাটাল হাসাপাতালের বাইরে রোগীদের আত্মীয়দের খাবারের বন্দোবস্ত করে দিয়েছিলেন দেব। যখনই কোনও মানুষের কষ্টের কথা তাঁর কানে পৌঁছেছে, পাশে দাঁড়িয়ে প্রকৃত সাংসদের ভূমিকায় দাঁড়িয়েছেন দেব। তাই দেরিতে হলেও নিজের কাজের জন্য শংসাপত্র পেলেন তিনি।

Previous articleBreakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleCoochbehar Fire:কোচবিহারে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত মা ও ছেলে