Thursday, January 15, 2026

প্রথম ডাকেই সাড়া দিয়ে নিজাম প্যালেসে সিবিআইয়ের মুখোমুখি তারকা সাংসদ দেব

Date:

Share post:

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে পৌঁছন ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেব। গত ৯ ফেব্রুয়ারি গরু পাচারকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠিয়েছিল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি সকাল এগারটায় তাকে নিজাম প্যালেসে আস্তে বলা হয়েছিল। সেই অনুযায়ী আজ সকাল পৌনে এগারটা নাগাদ সাংসদ সিবিআই দফতরে পৌঁছন।

পরণে আকাশি শার্ট, ফরমাল ট্রাউজার, বাঁ হাতে ধরা হলুদ রঙের শীত পোশাক। একেবারে ‘কুল অ্যান্ড ক্যাজুয়াল’ শরীরী ভাষায় গাড়ি থেকে নামেন তিনি।একেবারে স্বাভাবিক ছন্দে হেঁটে সিবিআই দফতরে পা রাখলেন দেব। লিফটে ওঠার আগে চিত্র সাংবাদিকদের আবদার মেনে দিলেন ছবি তোলার সুযোগও।

অধিকাংশ সময়ই দেখা গিয়েছে, সংবাদমাধ্যমকে তাঁদের এড়িয়ে যাওয়ার একটা প্রবণতা। এদিন দেবের মধ্যে কিন্তু একেবারেই সেই ‘ব্যস্ততা’ ছিল না। বরং দেখা গিয়েছে উল্টোটাই। শরীরী ভাষায় মনে হয়েছে, তদন্তকারীদের সবরকম সহযোগিতা করতে প্রস্তুত তিনি।

গরু পাচারকাণ্ডে মূল অভিযুক্ত এনামুল হক বর্তমানে জামিনে মুক্ত। একাধিকবার সিবিআই জেরা করেছে তাকে। সেই জেরার সময় এনামুল দাবি করেন, টলিপাড়ার তারকাকে তিনি বিভিন্ন সময় মূল্যবান ঘড়ি, সৌখিন জিনিস উপহার দিয়েছেন।

এনামুলের এই সব তথ্য কতটা সত্যি, তাই খতিয়ে দেখতে দেবকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরই পাশাপাশি অভিনেতার যাবতীয় বয়ান রেকর্ডও করা হচ্ছে।
দুই সিবিআই আধিকারিক বেশ কিছু প্রশ্ন দেবের কাছে রেখেছেন।

সূত্রের খবর, তদন্তকারীরা জানার চেষ্টা করছেন যে এনামুল কেন তার নাম করছেন। যদিও নগদ টাকা লেনদেনের কোনও প্রামাণ্য নথি কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে নেই।

তবু এই প্রথম সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে অভিনেতা-সাংসদ নিজাম প্যালেসে হাজির হয়েছেন। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও , এখনও দেবকে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে।

এর আগেও বিভিন্ন সময়ে তারকা সাংসদকে দেখা গিয়েছে মানুষের পাশে দাঁড়াতে। এমনকি , কোভিডকালে তিনি তার সাংসদ এলাকা ঘাটালে কোভিড আক্রান্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আক্রান্তদের নিজের হাতে খাবার পৌঁছে দিয়েছেন। পরিযায়ী শ্রমিকদের ফেরাতে নিজের উদ্যোগে ভাড়া দিয়ে রাজ্যে ফিরিয়েছেন। তাই স্বাভাবিক ভাবেই গরুপাচারকাণ্ডে তাকে সিবিআই হাজিরা দিতে বলায় চাঞ্চল্য ছড়ায় রাজ্যজুড়ে। কিন্তু মঙ্গলবার দেব যেভাবে সংবাদমাধ্যমের সঙ্গে সহযোগিতা করে নিজাম প্যালেসে নির্দিষ্ট সময়ের আগেই পৌঁছে যান, তাতে তার বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট যে তার বিরুদ্ধে যে অভিযোগ করা হোক না কেন, তার কোনও সারবত্তা নেই । কার্যত তিনি কোনওভাবেই এই মামলার সঙ্গে যুক্ত নন।

আরও পড়ুন:জনতার দরবারে হেরে গিয়ে আদালতের দ্বারস্থ বিজেপি

spot_img

Related articles

রাজ্যের ডিজিপি-কলকাতার পুলিশ কমিশনারকে সাসপেন্ড করার আর্জি নিয়ে শীর্ষ আদালতে ইডি

আইপ্যাক অফিসে তল্লাশি মামলায় (ED raid in ipac office) সুপ্রিম শুনানির দিন নতুন আবেদন নিয়ে হাজির হল এনফোর্সমেন্ট...

যুদ্ধকালীন পরিস্থিতি ইরানে, আকাশসীমা বন্ধ খামেনেইয়ের দেশের!

একদিকে দেশজুড়ে বিক্ষোভ অন্যদিকে ক্রমাগত ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) চোখরাঙানি- দুয়ের জেরে পিছু হটতে বাধ্য হলো ইরান (Iran)!...

আজ উত্তরবঙ্গ সফরে মমতা, শিলান্যাস করবেন মহাকাল মন্দিরের

বৃহস্পতিবার উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। দুপুরে দমদম বিমানবন্দর (NSCBI Airport) থেকে তিনি বাগডোগরার...

আজ নন্দীগ্রামে সেবাশ্রয়ের উদ্বোধন, মডেল ক্যাম্প পরিদর্শন করবেন অভিষেক 

ডায়মন্ড হারবারের পর এবার নন্দীগ্রাম (Nandigram)। বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সেবাশ্রয়...