Thursday, November 13, 2025

Soham Chakroborty: বিধায়কের নাম করে আর্থীক প্রতারণা, নিজের আপ্ত সহায়ককে পুলিশের হাতে তুলে দিলেন সোহম

Date:

এক দু’দিন নয়। দিনের পর দিন বিধায়ক-অভিনেতার নাম করে আর্থিক প্রতারণা করে গেছেন তাঁরই আপ্ত সহায়ক। কথাটা কানে এলেও হাতেনাতে ধরা যাচ্ছিলনা। এবার প্রমাণ পেতেই পুলিশের হাতে নিজের আপ্ত সহায়ককে তুলে দিলেন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী। নিজেই এ বিষয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। সেই অভিযোগের ভিত্তিতে সোমবার সন্ধেবেলা পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর থানার পুলিশ গ্রেফতার করে সজল মুখোপাধ্যায় নামে তাঁর আপ্ত সহায়ককে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন:Sc EastBengal: কেরলের কাছে ১-০ গোলে হার এসসি ইস্টবেঙ্গলের

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বিধায়কের জানান, একুশের বিধানসভা নির্বাচনে জয়ের পর হুগলির বাসিন্দা সজল মুখোপাধ্যায়কে নিজের আপ্তসহায়কের পদে নিযুক্ত করেন তিনি। মাস কয়েক ধরেই তিনি বিধায়ক সোহমের আপ্ত সহায়কের কাজ করছিলেন। অভিযোগ ওঠে, প্রায়শই  সোহমের নাম করে তিনি  নানাজনের কাছ থেকে অর্থ চাইতেন। কোনও কাজ দ্রুত করিয়ে দেওয়া হবে কিংবা কাউকে কোনও পদ পাইয়ে দেবেন – এমন নানা আশ্বাস দিয়ে মোটা অঙ্কের প্রতারণা করতেন। এমন অভিযোগ জানতে পারেন তৃণমূল বিধায়কও।

অভিনেতা তথা বিধায়ক চণ্ডীপুরে নিজের কাজ সামলে বেশিরভাগ সময়ই কলকাতায় থাকেন। আর তারই সুযোগ নিত সজল। যেহেতু তার উপর বাকি কাজকর্মের দ্বায়িত্ব থাকত, সেই সুযোগের ব্যবহার করে দিনের পর দিন বিধায়কের নাম করে বেআইনিভাবে টাকা নিতেন সজল। সোহম সমস্ত অভিযোগের কথা শুনেছিলেন কিন্তু প্রমাণ পাননি বলে এতদিন পুলিশের দ্বারস্থ হননি। তবে সজলের বিরুদ্ধে আর্থিক প্রতারণার প্রমাণ পেতেই তিনি চণ্ডীপুর থানায় অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ সোমবার সন্ধেবেলা এলাকা থেকে সজলকে গ্রেফতার করে। এদিকে তারকা প্রার্থীর এহেন কাজের প্রশংসায় তাঁর অনুরাগীরা।

Related articles

ভারতীয় দলে ফিরবেন শামি? ইডেনে গম্ভীরের উপস্থিতির মধ্যেই বড় বয়ান গিলের

চোট সারিয়ে চুটিয়ে ঘরোয়া ক্রিকেট খেলছেন। রঞ্জি ট্রফিতে বাংলার হয়ে উইকেটও নিচ্ছেন। কিন্তু বর্তমানে ভারতীয় দলে ব্রাত্য মহম্মদ...

১ কেজি পেঁয়াজ বেচে ২টাকাও জুটল না! মধ্যপ্রদেশে মিডলম্যানদের উৎপাতে দিশাহারা কৃষকরা

পেঁয়াজের দাম নেমে পৌঁছে গিয়েছে প্রতি কেজি ১টাকা ৯৯ পয়সায়। অর্থাৎ দুটাকাও দাম পাচ্ছেন না মধ্যপ্রদেশের (Madhyapradesh) পেঁয়াজ...

লেন্স নয় সিনেমার আত্মাকে ধরতে পারে মিউজিক, KIFF আড্ডায় নস্টালজিক শান্তনু

সিনেমার ভাষায় সুরের প্রয়োজনীয়তা কতটা, নির্বাক অনুভূতিকে কতটা বাঙময় করে তুলতে পারে মিউজিক, এ প্রশ্ন চিরকালীন। ৩১ তম...

কুলদীপে আস্থা না অল-রাউন্ডারে ভরসা? ম্য়াচের আগের দিন মুখ খুললেন গিল

কলকাতা সফরে আসার পর থেকেই ঘূর্ণি পিচের আবদার শুরু করেছে ভারত। পরিস্থিতি যা তাতে গম্ভীরের সঙ্গে সংঘাতে যাচ্ছেন...
Exit mobile version