Thursday, August 28, 2025

ধর্ষনের অভিযোগ উঠেছিল ব্রিটেনের(Britain) যুবরাজ তথা প্রিন্স হ্যারির(Prince Harry) ভাই প্রিন্স অ্যান্ড্রুর(Prince Andrew) বিরূদ্ধে। আর সেই মামলার নিস্পত্তি করতেই গচ্ছা গেল ১২২ কোটি টাকা। ইংল্যান্ডের রানী এলিজাবেথ (Elizabeth)স্বয়ং এই  বিষয়ে হস্তক্ষেপ করে আদালতের বাইরে অর্থের বিনিময়ে এই মামলার নিষ্পত্তি করিয়েছেন বলে জানা যায়।

সূত্রের খবর, বেশ কয়েক বছর আগে ব্রিটেনের যুবরাজের প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছিলেন অস্ট্রেলিয়ার নাগরিক ভার্জিনিয়া জিওফ্রে। যেখানে বলা হয় ভার্জিনিয়ার যখন ১৭ বছর বয়স সেই সময় তাঁর ওপর যৌন নির্যাতন করেন অ্যান্ড্রু। কিন্তু ভার্জিনিয়ার (Virginia)এই অভিযোগ অস্বীকার করেছিলেন ব্রিটেনের যুবরাজ। উল্লেখ্য, প্রিন্স অ্যান্ড্রুর যখন ১৯ বছর বয়স তখন তিনি ১৭ বছর বয়সী ভার্জিনিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন। বেশ কয়েক বছর তাঁদের একসঙ্গে ঘুরতে দেখা যায়।কিন্তু ২০০১ সালে সম্পর্ক ভেঙে যাওয়ার পরে অ্যান্ড্রুর বিরূদ্ধে মুখ খোলেন ভার্জিনিয়া।

ফের ধাক্কা খেলো শেয়ারবাজার, ১৪৫ পয়েন্ট নামল সেনসেক্স

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের সংশ্লিষ্ট আদালতে দাখিল করা এক চিঠিতে বলা হয়েছে, ডিউক অব ইয়র্ক প্রিন্স অ্যান্ড্রু এবং ভার্জিনিয়া জিওফ্রে আদালতের বাইরে একটি নিষ্পত্তিতে পৌঁছেছেন। এবং তার জন্য প্রিন্স অ্যান্ড্রুকে বড়সড় খেসারত দিতে হয়েছে। পরিবারকে কালিমামুক্ত করতে যে অর্থ ব্যয় করতে হয়েছে রানী এলিজাবেথকে,  ভারতীয় মুদ্রায় তা প্রায় ১২২ কোটি টাকার সমান। মনে করা হচ্ছে স্বয়ং রানীর হস্তক্ষেপেই এই মামলার নিষ্পত্তি হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে জানা যায় প্রিন্স অ্যান্ড্রু এবং ভার্জিনিয়ার মধ্যে ১২২ কোটি টাকার একটি চুক্তি সাক্ষরিত হয়েছে। তবে এই বিষয়ে বাকিংহাম প্যালেসের তরফ থেকেও কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি। এমনকি এই নিয়ে যে কোনও মন্তব্য করা হবে না, তা পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে রাজ পরিবারের তরফ থেকে।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version