এবার সুরালোকে চিরনিদ্রায় প্রখ্যাত সঙ্গীত শিল্পী ও সুরকার বাপি লাহিড়ি। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার সকালে মুম্বইয়ের বেসরকারি হাসপাতালে ৬৯ বছর বয়সে জীবনাবসান হয় কিংবদন্তি শিল্পীর। গত বছর এপ্রিলে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে বাড়ি ফিরে আসেন তিনি। কিন্তু এবার দীর্ঘ রোগভোগের পর আর ফেরা হল না।

আরও পড়ুন:Bappi Lahiri:সুরের জগতে ফের ইন্দ্রপতন! চলে গেলেন বাপ্পি লাহিড়ী
বাপি লাহিড়ির মৃত্যুতে কান্নায় ভেঙে পরেন সঙ্গীত শিল্পী উষা উত্থুপ। তাঁর জীবনের অন্যতম জনপ্রিয় গানগুলির সুর দিয়েছিলেন তো বাপি লাহিড়িই। করোনার আগে শেষবার বাপি লাহিড়ির কথা হয় উষা উত্থুপের। প্রকৃত অর্থে ভারতীয় সঙ্গীত জগতে “ডিস্কো কিং” ছিলেন বাপি লাহিড়ি। তাঁর মৃত্যু সংবাদ মেনে নিতেই খুব কষ্ট হচ্ছে বলেই প্রতিক্রিয়া দেন উষা উত্থুপ।
