Sunday, August 24, 2025

নজরে পুরভোট, ঝাড়গ্রামে প্রস্তুতি কমিটি গঠন তৃণমূলের

Date:

Share post:

অশান্ত জঙ্গলমহলকে শান্ত করেছেন, উন্নয়ন এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটে তার সুফল তুলতে চায় তৃণমূল কংগ্রেস। তাই পুরভোটে জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে দল। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বুধবার ঝাড়গ্রামে গিয়ে নির্বাচনী কৌশল নিয়ে জেলা কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করলেন। গড়ে দিলেন নির্বাচনী প্রস্তুতি কমিটি।

নয়জনের সেই কমিটির শীর্ষে আছেন তিনি নিজে। পার্থ জানালেন, স্থানীয়ভাবে সব কাজ দেখাশোনা করবে কমিটি, দরকার হলে তাঁর সঙ্গে কথা বলে নিতে হবে। বৈঠকে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে তাঁকে সামনে রেখে প্রচার করতে হবে। আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে যত বেশিবার সম্ভব মানুষের কাছে পৌঁছতে হবে। সকলকে সঙ্ঘবদ্ধভাবে কাজ করতে হবে।’ জরুরি কাজ পড়ে ষাওয়ায় বৈঠকে থাকতে পারেননি ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা।

জেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ঝাড়গ্রামের ১৮টি ওয়ার্ডে যাঁরা লড়ছেন, তাঁদের বলেছি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। যতবার সম্ভব, যত বেশি সম্ভব মানুষের কাছে ষেতে বলেছি। জানিয়ে দিয়েছি, ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে কাজ করতে হবে।’ পুরসভায় উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সকলকে এগানোর কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। জানান, ‘২-৩ দিনের মধ্যেই পুর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে দল।’

আরও পড়ুন- অর্জুন গড়ে লিফলেট বিলি করে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি বিজেপি প্রার্থীর!

spot_img

Related articles

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...