Monday, November 17, 2025

নজরে পুরভোট, ঝাড়গ্রামে প্রস্তুতি কমিটি গঠন তৃণমূলের

Date:

অশান্ত জঙ্গলমহলকে শান্ত করেছেন, উন্নয়ন এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরভোটে তার সুফল তুলতে চায় তৃণমূল কংগ্রেস। তাই পুরভোটে জয়ের লক্ষ্যে ঝাঁপাচ্ছে দল। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় বুধবার ঝাড়গ্রামে গিয়ে নির্বাচনী কৌশল নিয়ে জেলা কমিটির সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করলেন। গড়ে দিলেন নির্বাচনী প্রস্তুতি কমিটি।

নয়জনের সেই কমিটির শীর্ষে আছেন তিনি নিজে। পার্থ জানালেন, স্থানীয়ভাবে সব কাজ দেখাশোনা করবে কমিটি, দরকার হলে তাঁর সঙ্গে কথা বলে নিতে হবে। বৈঠকে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘জঙ্গলমহলে মুখ্যমন্ত্রীর সার্বিক উন্নয়নের কথা তুলে ধরে তাঁকে সামনে রেখে প্রচার করতে হবে। আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে যত বেশিবার সম্ভব মানুষের কাছে পৌঁছতে হবে। সকলকে সঙ্ঘবদ্ধভাবে কাজ করতে হবে।’ জরুরি কাজ পড়ে ষাওয়ায় বৈঠকে থাকতে পারেননি ঝাড়গ্রামের বিধায়ক তথা মন্ত্রী বীরবাহা হাঁসদা।

জেলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক সেরে সাংবাদিকদের পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘ঝাড়গ্রামের ১৮টি ওয়ার্ডে যাঁরা লড়ছেন, তাঁদের বলেছি মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে। যতবার সম্ভব, যত বেশি সম্ভব মানুষের কাছে ষেতে বলেছি। জানিয়ে দিয়েছি, ঐক্যবদ্ধ হয়ে সবাই মিলে কাজ করতে হবে।’ পুরসভায় উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্য নিয়ে সকলকে এগানোর কথা বলেন পার্থ চট্টোপাধ্যায়। জানান, ‘২-৩ দিনের মধ্যেই পুর নির্বাচনী ইস্তাহার প্রকাশ করবে দল।’

আরও পড়ুন- অর্জুন গড়ে লিফলেট বিলি করে তৃণমূলকে ভোট দেওয়ার আর্জি বিজেপি প্রার্থীর!

Related articles

ঝাড়খণ্ডের দুমকায় বিধবাকে পুড়িয়ে খুন! প্রেমিক গ্রেফতার, পলাতক স্ত্রী

ঝাড়খণ্ডের দুমকা জেলায় নৃশংস হত্যাকাণ্ড! শিকারিপাড়া থানা এলাকার সীতাশাল গ্রামে তিন বছরের সম্পর্কে থাকার পর ২১ বছরের বিধবা...

অসাংবিধানিক মন্তব্য! রাজ্যপালকে ধুয়ে দিলেন কল্যাণ, দিলেন পাল্টা চ্যালেঞ্জ

চূড়ান্ত অসাংবিধানিক এবং কুরুচিকর মন্তব্য বিজেপির ‘দলদাস’ রাজ্যপাল বোসের! একজন রাজ্যপাল কীভাবে এমন কুরুচিকর মন্তব্য করতে পারেন? শ্রীরামপুরের...

ডিসেম্বরের মধ্যেই সম্পন্ন হবে শিক্ষক নিয়োগ, মঙ্গলবার শুরু এসএসসির ইন্টারভিউ 

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) ইতিমধ্যেই প্রকাশ করেছে প্রায় ২০ হাজার নামের প্রার্থী তালিকা। আগামীকাল, ১৮ নভেম্বর থেকে শুরু...

অবাস্তব কাজের চাপ: বাংলার পর কেরল, আত্মঘাতী BLO, কাঠগড়ায় কমিশন

দেশের ১২ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এক অবাস্তব পদ্ধতিতে এসআইআর প্রক্রিয়া চালু করেছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন (Election...
Exit mobile version