Friday, November 14, 2025

নাবালিকা কিশোরী প্রেমের টানে সীমানা পেরিয়ে বাংলাদেশে, , কী হল পরবর্তীতে?

Date:

খায়রুল আলম , ঢাকা

প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে চলে এসেছেন ভারতীয় কিশোরী খুসনামা (১৭)। তার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) পঞ্চগড়ের তেঁতুলিয়ার মহানন্দা নদী পেরিয়ে ঈদগাহ বস্তি এলাকায় প্রবেশ করে খুসনামা। খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ দুপুরে তাকে আটক করে নিয়ে আসে।

পুলিশি জিজ্ঞাসাবাদে ওই কিশোরী জানায়, ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রতনদিঘি গ্রামের ইসরাইল হোসেনের ছেলে আব্দুল লতিফ ওরফে রকিবের (২১) সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল।

একপর্যায়ে উভয়ে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। প্রেম ও বিয়ের টানেই কাঁটাতার ও আন্তর্জাতিক সীমারেখা পেরিয়ে খুসনামা বাংলাদেশে প্রবেশ করে। তবে পুলিশের কাছে সে বিয়ের কোনও প্রমাণ দেখাতে পারেনি।

পুলিশ, বিজিবি ও বিএসএফ এবং দুই দেশের আইনি জটিলতা নিরসনের পর বিষয়টি সমাধান করা হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই কিশোরী বুধবার গভীর রাতে ভারতের ডাঙ্গিবস্তির সীমান্তের মেইন পিলার ৪৪৪-এর ২ সাব-পিলার এলাকা দিয়ে মহানন্দা নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করে। রাতে তেঁতুলিয়ার সর্দারপাড়া এলাকার হাসিবুল ওরফে হাসিনুর নামে এক ব্যক্তির বাড়িতে আশ্রয় নেয় ওই কিশোরী।
পরে খবর পেয়ে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ মেয়েটিকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়। ভারতের সীমান্ত পেরিয়ে ওই কিশোরী প্রেমিকের সঙ্গেই বাংলাদেশে প্রবেশ করেছে বলে পুলিশের ধারণা।

এদিকে, তাকে আটকের খবর পেয়ে তার প্রেমিক আব্দুল লতিফও থানায় আসেন। সেখানে এসে তিনি প্রেমিকাকে বাসায় নিয়ে যেতে চায়। এ সময় লতিফ বারবার কান্নায় ভেঙে পড়েন।

পুলিশি জিজ্ঞাসাবাদে ভারতীয় ওই কিশোরী জানান, ভারতের কেরালা প্রদেশের হাজী আলী নামে এক ব্যক্তির হোটেলে খুসনামার ভাইয়ের সঙ্গে কাজ করতেন বাংলাদেশি তরুণ আব্দুল লতিফ রকিব। সেই সূত্রে খুসনামার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া ভারতীয় ওই কিশোরীকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, যেহেতু মেয়েটি নাবালিকা, তাই আমরা তার অভিভাবকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। বিষয়টি বিজিবিকে অবহিত করা হয়েছে। বিজিবি-বিএসএফের আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হবে।
এ বিষয়ে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বি বলেন, ‘বিষয়টি আমরা শুনেছি। এ নিয়ে বিএসএফের সঙ্গে কথা হয়েছে। বিএসএফ সিদ্ধান্ত না জানালে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো।’

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version