Nabanna: রাজ্য সরকারি কর্মীদের জন্য স্বস্তি, সরকারি স্বাস্থ্য স্কিমে যুক্ত করোনার চিকিৎসাও

এবার থেকে সরকারি স্বাস্থ্য স্কিমে যুক্ত করোনার চিকিৎসা, সুখবর পেলেন রাজ্যের সরকারি কর্মীরা।

রাজ্য সরকারি কর্মীদের(State Government Employee) জন্য সুখবর। এবার স্বাস্থ্য বীমায় যুক্ত হল করোনার চিকিৎসাও। ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিমে যুক্ত করা হল কোভিড ১৯।

West Bengal:গ্রুপ সি: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার

এতদিন পর্যন্ত ১৬টি অসুখ অন্তর্ভুক্ত ছিল এই স্কিমে। নির্দিষ্ট হাসপাতালে সেই সুযোগ পাওয়া যেত। এই স্কিমের অধীন এখন রাজ্যে সরকারি কর্মীরা অস্ত্রোপচার-চেকআপ করতে পারেন। এবার তার মধ্যে যুক্ত হল করোনা (Corona)। নির্দেশিকা অর্থ দফতরের তরফে জানানো হয়, মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো কোভিড ১৯ (Covid 19) যোদ্ধাদের যদি করোনায় মৃত্যু হত, তাহলে আর্থিক সাহায্য ও পরিবারের একজনের চাকরি দেওয়া হত। এবার সরকারি হেল্থ স্কিমের জুড়িয়ে গেল কোভিড নাইনটিন।

 

Previous articleWest Bengal:গ্রুপ সি: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার
Next articleSurajit Sengupta: সুরজিতের স্মৃতিচারণে গৌতম, সত‍্যজিৎ, সুব্রত, দীপেন্দুরা