West Bengal:গ্রুপ সি: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার

গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে টালমাটাল পরিস্থিতি। এবার ডিভিশন বেঞ্চে আবেদন গ্রুপ সি কর্মীদের।

গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে এবার ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্য সরকার । সিঙ্গল বেঞ্চের রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন বলে জানা যাচ্ছে । এসএসসি-র (School Service Commission)গ্রুপ ডি-র (Group D)নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতি নিয়ে সিবিআই (CBI)অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল আদালত। তারপর গ্রুপ সি (Group C) নিয়োগ বিতর্ক। গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)সিঙ্গল বেঞ্চ । ১৫ ফেব্রুয়ারি ২০২২ সেই মামলায় ৩৫০ জনের নিয়োগ বাতিল করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ (Single Bench)। পাশাপাশি ৩৫০ জনের বেতনও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে (Division Bench)গেল রাজ্য সরকার। সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য বহুদিন ধরে গ্রুপ সি নিয়োগে দুর্নীতি সংবাদের শিরোনামে। এসএসসির তরফ থেকে আগেই জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে যে সুপারিশ প্রয়োজন, তা ৩৫০ জনের ক্ষেত্রে করা হয়নি। এরপরই ওই মামলায় কোনও বেনিয়ম হয়েছে কিনা তা তদন্ত করার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। এরপরই তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ওই দিনই সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের তরফে বলা হয়েছে, আপাতত সিবিআই কোনও তদন্ত করতে পারবে না। ২ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন কয়েকজন গ্রুপ সি কর্মীও।

 

Previous articleAccident:মুখ্যমন্ত্রীর ডিউটি করে ফেরার পথে দুর্ঘটনার কবলে পুলিশকর্মীর গাড়ি, আহত ১০
Next articleNabanna: রাজ্য সরকারি কর্মীদের জন্য স্বস্তি, সরকারি স্বাস্থ্য স্কিমে যুক্ত করোনার চিকিৎসাও