Friday, January 9, 2026

West Bengal:গ্রুপ সি: সিঙ্গল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানাল রাজ্য সরকার

Date:

Share post:

গ্রুপ সি নিয়োগে দুর্নীতির অভিযোগ ঘিরে এবার ডিভিশন বেঞ্চে আবেদন রাজ্য সরকার । সিঙ্গল বেঞ্চের রায়কে কার্যত চ্যালেঞ্জ জানিয়ে এই আবেদন বলে জানা যাচ্ছে । এসএসসি-র (School Service Commission)গ্রুপ ডি-র (Group D)নিয়োগ সংক্রান্ত নানা দুর্নীতি নিয়ে সিবিআই (CBI)অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল আদালত। তারপর গ্রুপ সি (Group C) নিয়োগ বিতর্ক। গ্রুপ সি নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Kolkata High Court)সিঙ্গল বেঞ্চ । ১৫ ফেব্রুয়ারি ২০২২ সেই মামলায় ৩৫০ জনের নিয়োগ বাতিল করে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ (Single Bench)। পাশাপাশি ৩৫০ জনের বেতনও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আর এবার সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে (Division Bench)গেল রাজ্য সরকার। সিবিআই অনুসন্ধানের উপর স্থগিতাদেশ চেয়ে আবেদন করা হয়েছে।

উল্লেখ্য বহুদিন ধরে গ্রুপ সি নিয়োগে দুর্নীতি সংবাদের শিরোনামে। এসএসসির তরফ থেকে আগেই জানানো হয়েছে, নিয়োগের ক্ষেত্রে যে সুপারিশ প্রয়োজন, তা ৩৫০ জনের ক্ষেত্রে করা হয়নি। এরপরই ওই মামলায় কোনও বেনিয়ম হয়েছে কিনা তা তদন্ত করার নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। এরপরই তাঁদের বেতন বন্ধের নির্দেশ দেওয়া হয়। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ জানিয়ে বৃহস্পতিবার বিচারপতি হরিশ ট্যান্ডন ও রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। ওই দিনই সিঙ্গল বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের তরফে বলা হয়েছে, আপাতত সিবিআই কোনও তদন্ত করতে পারবে না। ২ সপ্তাহে সিঙ্গল বেঞ্চে এই মামলার শুনানি করা যাবে না বলেও নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বেতন বন্ধের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আবেদন করেছেন কয়েকজন গ্রুপ সি কর্মীও।

 

spot_img

Related articles

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...

আজ মতুয়াগড়ে অভিষেক, রানাঘাটের রণসংকল্প সভার পর পুজো দেবেন ঠাকুরবাড়িতে 

'আবার জিতবে বাংলা' কর্মসূচিতে রাজ্যজুড়ে রণসংকল্প সভা করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার...

খুনের হুমকি পেলেন রাজ্যপাল বোস! বাড়ল লোকভবনের নিরাপত্তা

পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে (CV Anand Bose)খুনের হুমকি! বৃহস্পতিবার গভীর রাতে লোকভবনের মেল আইডিতে একটি মেসেজ আসে...