Monday, August 25, 2025

জাতীয় কর্মসমিতিতে দায়িত্ব ভাগ করে দিলেন নেত্রী, অভিষেকই সর্বভারতীয় সাধারণ সম্পাদক

Date:

দিল্লির রাজনীতির দিকে নজর রেখে জাতীয় কর্মসমিতির প্রথম বৈঠকে দায়িত্ব ভাগ করে দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের বৈঠকে  তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে আনা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেককে শীর্ষে রেখেই কর্মসমিতির বৈঠকে গঠিত হল তৃণমূলের জাতীয় স্তরের একাধিক কমিটি। শুক্রবার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠক শেষ হওয়ার পর সাংবাদিক বৈঠক করে পদাধিকারীদের নাম ঘোষণা করেন জাতীয় কর্মসমিতির সদস্য পার্থ চট্টোপাধ্যায়। সেখানেই তিনি জানিয়ে দেন, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামেই সীলমোহর দেওয়া হয়েছে। পাশাপাশি তৃণমূলের সর্বভারতীয় সহ-সভাপতি হয়েছেন যশবন্ত সিনহা, চন্দ্রিমা ভট্টাচার্য এবং সুব্রত বক্সী।

এছাড়াও তৃণমূলের কর্মসমিতির বৈঠকের পর সাংবাদিক বৈঠকে পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, বৈদেশিক ও অর্থনৈতিক নীতি নির্ধারণ করবেন যশবন্ত সিনহা ও অমিত মিত্র। সর্বভারতীয় তৃণমূলের কোষাধ্যক্ষ করা হয়েছে মন্ত্রী অরূপ বিশ্বাসকে। তৃণমূলের জাতীয় মুখপাত্র করা হয়েছে সুখেন্দু শেখর রায়(রাজ্যসভা), কাকলি ঘোষ দস্তিদার(লোকসভা) ও মহুয়া মৈত্রকে। গুরুত্ব বাড়িয়ে ফিরহাদ হাকিমকে আনা হয়েছে সমন্বয়কারী পদে। উত্তর-পূর্ব রাজ্যগুলির সংগঠন দেখবেন সুস্মিতা দেব, সুবল ভৌমিক ও মুকুল সাংমা। এদিনে বৈঠকে ডাকা হয়েছিল মেঘালয়ের মুকুল সাংমা (Mukul Sangma), উত্তরপ্রদেশের রাজেশপতি ত্রিপাঠী, ত্রিপুরার সুবল ভৌমিক, গোয়ার লুইজিনহো ফ্যালেইরো, হরিয়ানার অশোক তানোয়ারকে। এনারাই ওই রাজ্যগুলিতে তৃণমূলের সংগঠন বৃদ্ধির দায়িত্ব পেয়েছেন।

আরও পড়ুন:বিধাননগরে কৃষ্ণাতেই ভরসা, আসানসোল- চন্দননগরে মেয়রের নাম ঘোষণা ফিরহাদের

উল্লেখ্য, ২৪ লোকসভা নির্বাচনকে নজরে রেখে তৃণমূলের প্রথম কর্মসমিতির বৈঠকের দিকে নজর ছিল জাতীয় রাজনীতি। সেখানেই এদিন পদ বন্টনের ক্ষেত্রে নবীন ও প্রবীণের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করা হয়েছে। জাতীয় রাজনীতিতে দায়িত্ব বাড়িয়ে গুরুত্বপূর্ণ পদে আনা হয়েছে অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, চন্দ্রিমা ভট্টাচার্যের মতো নেতৃত্বদের।

Related articles

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...

DHFC-র পারফরম্যান্স নিয়ে গর্বিত অভিষেক, দিলেন শুভেচ্ছা বার্তা

ডুরান্ড অভিষেকেই সকলকে চমকে দিয়েছে ডায়মন্ডহারবার এফসি(DHFC)। ডুরান্ড কাপের ফাইনালে হয়ত তারা পারেনি নর্থইস্ট ইউনাইটেডের কাছে। কিন্তু গোটা...
Exit mobile version