Saturday, December 20, 2025

সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়েরের নির্দেশ কাঁথি আদালতের

Date:

Share post:

কাঁথি থানার আইসি-কে সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দিল কাঁথি মহকুমা আদালত। বুধবার আর্থিক দুর্নীতির মামলায় শুভেন্দু অধিকারীর ভাইয়ের বিরুদ্ধে এই এফআইআর দায়েরের নির্দেশ। জানা গিয়েছে, কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দুর বিরুদ্ধে অভিযোগ, কাঁথি প্রভাত কুমার কলেজের ভবন তৈরির কাজে আর্থিক দুর্নীতির সঙ্গে তিনি জড়িত। আবু সোহেল নামে এক তৃণমূল নেতা সৌমেন্দুর বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ করেন।
অভিযোগকারী রাজ্য তৃণমূল সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক । তিনি পুলিশের কাছে সৌমেন্দুর নামে অভিযোগ করলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এরপরই কাঁথি আদালতের দ্বারস্থ হন আবু সোহেল। তারপর কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন ওই তৃণমূল নেতা। পরে উচ্চ আদালতের নির্দেশে কাঁথি এসিজেএম আদালতে সৌমেন্দুর বিরুদ্ধে মামলা করেন আবু। অভিযোগ, কলেজের ভবন নির্মাণ নিয়ে ব্যাপক আর্থিক দুর্নীতি হয়েছে। সেই সময় কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান ছিলেন শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু। অভিযোগ, কোনও আইনি বৈধতা ছাড়াই কলেজের চারটি ভবন নির্মাণ করা হয়েছিল।
আবু সোহেলের মামলার প্রেক্ষিতে কাঁথি মহকুমা আদালতের অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট প্রতিমা শুক্লা কাঁথি থানার আইসিকে এফআইআর করার নির্দেশ দেন। পাশাপাশি আগামী ১৬ এপ্রিল আইসিকে আদালতে এই মামলা সংক্রান্ত রিপোর্ট পেশ করারও নির্দেশ দেন বিচারক।

সৌমেন্দু অধিকারীর দাবি, ভোটের আগে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এই অভিযোগ করা হয়েছে। তাঁর দাবি, প্রমাণ দেওয়া হোক অভিযোগের প্রেক্ষিতে।

spot_img

Related articles

টি-টোয়েন্টি বিশ্বকাপে দায়িত্ব বাড়লো অক্ষরের, ওয়াইল্ড কার্ডে চমক দিলেন ঈশান!

বছর ঘুরলেই ক্রিকেটপ্রেমীদের নজরে বাইশ গজে কুড়ি-কুড়ি বিশ্বকাপের লড়াই (T20 World Cup 2026)। পূর্ব ঘোষণা মতোই শনিবার ২০২৬...

We want East Bengal Back: মোদির সভায় কী বাংলাদেশ দখলের ডাক!

প্রতিবেশী বাংলাদেশে অস্থির পরিস্থিতি। রাজনৈতিক নেতা থেকে মৌলবাদী নেতারা বারবার ভারত-বিরোধী ডাক দিচ্ছেন। আক্রান্ত হচ্ছে ভারতের দূতাবাস। তা...

SIR-এ বিপদে পড়া মানুষদের জন্য একটি শব্দ নেই! মোদির বৈঠকে কটাক্ষ তৃণমূলের

মতুয়া গড়ে এসআইআরে বাদ মতুয়া সম্প্রদায়ের বহু মানুষের নাম। সেই পরিস্থিতিতে রানাঘাটের মানুষের জন্য কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী...

প্রধানমন্ত্রীর সভায় এসে ট্রেনের ধাক্কায় মৃত ৪: সামান্য উল্লেখ মোদির ভাষণে!

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভায় লোক ভরাতে আশেপাশে সব জেলা থেকে লোক জোগাড় করতে হয়েছে বিজেপিকে। কারণ মতুয়া গড়...