শুক্রবার গভীর রাতে জোড়াবাগানে বস্তিতে ভয়াবহ আগুন

শুক্রবার রাতে উত্তর কলকাতার জোড়াবাগান এলাকায় একটি বস্তিতে ভয়াবহ আগুন লাগে ৷ এখনো পর্যন্ত প্রাণহানির কোনও খবর নেই । তবে একজন যুবক আহত হয়েছেন। ওই বস্তিতে প্রায় ৪৫ টি পরিবার বাস করত । আগুনে পুরো বস্তিটিই প্রায় পুড়ে যাওয়ায় আপাতত গৃহহীন ওই পরিবারগুলি । জানা গিয়েছে রাত ১০.৩০ নাগাদ আগুন লাগে। প্রথমে একটি টিনের চাল থেকে আগুনের ফুলকি ও ধোঁয়া উঠতে দেখা যায় স্থানীয় বাসিন্দারাই দমকলে খবর দেন। প্রথমে একটি ইঞ্জিন আসে । কিন্তু পরে দেখা যায় আগুন প্রায় পুরো বাড়িটিকেই গ্রাস করে ফেলেছে। ফলে আরো ইঞ্জিন আসে মোট ৮টি ইঞ্জিন বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।

 

কীভাবে ওই আগুন লাগল তা এখনো স্পষ্ট নয় । দমকল সূত্রে জানা গিয়েছে, মনে করা হচ্ছে কোনো একটি ঘরে হয়তো গ্যাস সিলিন্ডার লিক করে থাকতে পারে এবং সেখান থেকেই সম্ভবত এই ভয়াবহ আগুন ছড়িয়েছে। ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। সময়ও গড়িয়ে গিয়েছে অনেকটা।

Previous articleBreakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস
Next articleশনিবার ভোরে হাজরা রোডের দোকানে আগুন, প্রাণহানির খবর নেই