Sunday, May 18, 2025

মানুষের হয়রানি রুখতে এবার কর সরলীকরণের (simplification of taxes) ঘোষণা করলেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম (Mayor Firhad hakim)। কলকাতা পুরসভা (Kolkata Municipal Corporation) সূত্রে খবর, কলকাতার নাগরিকরা বছরের বিভিন্ন সময়ে কর(tax)সংক্রান্ত একাধিক বিল পেতেন । চলতি করের বিল, সাপ্লিমেন্টারি বিল এবং বকেয়া বিল এতদিন পর্যন্ত এই তিন ধরনের বিল পেতেন তাঁরা। ফলে বিভ্রান্তি ছড়াত নাগরিকদের মধ্যে। স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম (Mayor Firhad Hakim) জানিয়েছেন তিনি নিজেও এমন অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন। স্বভাবতই কলকাতার পুর নাগরিকরা অনেকসময় বুঝতেই পারতেন না কোন বিল কিসের জন্য এবং তা কবে পরিশোধ করতে হবে? এর জেরে পুরসভা(KMC) সময়মত বিলের টাকা পেত না। আর নাগরিকরাও গড়িমসি করতেন করের টাকা পরিশোধ করা নিয়ে।

এবার এই সমস্যার সমাধানে কলকাতা পুরসভার(KMC) নয়া উদ্যোগ। পুর নাগরিকদের কাছে এবার আলাদা আলাদা নয় একটাই বিল পাঠানো হবে, যার মধ্যে সাপ্লিমেন্টারি, বকেয়া, চলতি করের বিল একসাথে থাকবে। এবং পুর নাগরিকরা সময়মত সেই বিল পরিশোধ করতে পারবেন। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তাঁর মতে এই সরলীকরণের ফলে বকেয়া টাকা ফেরত পেতে সুবিধা হবে পুরসভার। কারণ এর আগে জটিল কর ব্যবস্থার জন্য অনেক টাকা বাকি পড়ে আছে আর তার মাশুল দিতে হয়েছে পুরসভাকে। ভাঁড়ারে টান পড়ায় অনেক উন্নয়নমূলক কাজ থমকে গেছে বলে পুরসভা সূত্রে খবর। এবার কর সরলীকরণের মাধ্যমে সময়মত প্রাপ্য টাকা পুরসভার কোষাগারে আসবে এমনটাই আশাবাদী মেয়র ফিরহাদ হাকিম।

Related articles

পাকবিরোধী প্রচারে ভারত: জাপানসহ একাধিক দেশে তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান

ভারতে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপ নিয়ে ভারতের সহযোগী রাষ্ট্রগুলিতে প্রচার চালাবে কেন্দ্রের সরকার। সহযোগিতা করবেন বিরোধী দলের সংসদরাও। শনিবারই...

আন্দোলনের নামে গালিগালাজ! প্রকাশ্যে বিকাশ ভবনে আটকে থাকা ২ মহিলা কর্মীর বিস্ফোরক পোস্ট

আন্দোলনের নামে বৃহস্পতিবার বিকাশ ভবনকে ঘিরে যে হিংস্রতা, বর্বরতা, অসভ্যতা এবং ভাঙচুর-হামলার ঘটনা ঘটেছে তা দেখেছেন বাংলার মানুষ৷...

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে লাগাম! পোশাক থেকে চিপস – জারি নির্দেশিকা

বাংলাদেশের সঙ্গে স্থল বাণিজ্যে ব্যাপক লাগাম টানল ভারতের বাণিজ্য ও শিল্প মন্ত্রালয় (Ministry of Commerce and Industry)। পোষাক...

নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুরু হল এডুকেশন ইন্টারফেস ২০২৫

তরুণ প্রজন্মের ভবিষ্যৎ তৈরিতে পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ও ক্যারিয়ার মেলা শুরু হল কলকাতায়। ক্যারিয়ার প্ল্যানার এডুফেয়ারের উদ্যোগে...
Exit mobile version