Sunday, August 24, 2025

তৃতীয়বারের জন্য চন্দননগরের (Chandannagar) মেয়র হলেন রাম চক্রবর্তী (Ram Chakraborty)। এবার ৩০ নম্বর ওয়ার্ড থেকে ভোটে জেতেন তিনি। শনিবার, সকাল থেকেই কাজ শুরু করে দিলেন নবনির্বাচিত মেয়র। জনসংযোগের পাশাপাশি চন্দননগর শহরের ভাগাড় সংস্কারের কাজও খতিয়ে দেখলেন তিনি।

এদিন, চন্দননগরের মেয়র (Ram Chakraborty) জানান, তাঁর কাজের মধ্যে প্রধান প্রাধান্য পাবে ভাগাড়ের আধুনিকীকরণ,গঙ্গার জল পরিশোধন করে মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। এছাড়াও অন্যান্য পুর পরিষেবা তো থাকছেই।

২০০০ সালে কংগ্রেস থেকে তৃণমূলে (TMC) যোগ দেন করেন রাম চক্রবর্তী। ২০১০ সালে প্রথম মেয়র হন। মোট পাঁচবার কাউন্সিলর গত দুটি বোর্ডের মেয়র ছিলেন তিনি। ষষ্ঠবার পুরনিগমের ভোটে জেতার জন্য উন্নয়ন ও তাঁর কাজের কথাই এবার মানুষের কাছে তুলে ধরেন।

আরও পড়ুন: শুভেন্দু বেশিদিন বিজেপিতে থাকতে পারবে না, ইঙ্গিতপূর্ণ মন্তব্য ফিরহাদের

রাজ্যে পরিবর্তনের আগেই চন্দননগর পুরনিগমে ক্ষমতায় আসে তৃণমূল। ২০১০ সালে প্রথম বোর্ড গঠন করে জোড়ফুল শিবির। ২০১৫ সালেও চন্দননগর ছিল তৃণমূলের দখলে।দুবারই ঐতিহ্যের শহর চন্দননগরের মেয়র হন রাম চক্রবর্তী। গঙ্গাপাড়ের ফরাসডাঙায় এবারেও ভোটের লড়াইতে এগিয়ে নিয়ে গিয়েছেন তৃণমূলের এই প্রবীণ নেতা।

সিঙ্গুর আন্দোলনেও অনেক ঘাত প্রতিঘাতের সাক্ষী তৃণমূলের প্রবীণ নেতা রাম চক্রবর্তী। এবার আসন সংরক্ষণের কারণে ৩০ নম্বর ওয়ার্ড থেকে ভোটে লড়েন তিনি। আর চেনা জমিতে ঘাস ফুল ফুটিয়ে দলীয় নেতৃত্বের মুখে হাসি ফোটালেন রাম চক্রবর্তী।

আরও পড়ুন:  ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, গুরুত্বপূর্ণ ফাইল ফিরিয়ে টুইট ধনকড়ের

 

Related articles

‘নিখুঁত ভুলগুলি’, উৎপল সিনহার কলম

একটা দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান হয়ে ওঠে ...একটি দুঃখের কথা পথে ও বিপথে ঘুরে প্রত্যাখ্যাত হতে হতে গান...

ষোলতেই ১৩০ কেজি! ছেলের খাবার জোগাতেই নাজেহাল বাবা-মা

মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানার কাবিলপুর পঞ্চায়েতের মথুরাপুর গ্রাম। এখানেই থাকেন দিনমজুর মুনশাদ আলি। তাঁর ছোট ছেলে জিশান আলি...

কবে থেকে শুরু জয়েন্টের কাউন্সেলিং? দিনক্ষণ জানিয়ে দিল বোর্ড

ফলপ্রকাশের পর এবার ১৫ দিনের মধ্যেই কাউন্সেলিং প্রক্রিয়া তথা ভর্তি প্রক্রিয়া শেষ করবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। এবার কাউন্সেলিং...

ফলতা প্রাথমিক বিদ্যালয়ে ইলিশ উৎসব, পড়ুয়াদের জন্য পাতে ভাপা–ভাজা ইলিশ

বাজারে ইলিশের যা আগুন ছোঁয়া দাম তাতে উচ্চবিত্তদেরই পাতে ইলিশ জোটাতে হিমশিম খাওয়ার জোগাড়। কিন্তু সেই  দুর্মূল্যের বাজারেই...
Exit mobile version