Saturday, August 23, 2025

ইউক্রেন সীমান্তে সারি সারি যুদ্ধ বিমান মোতায়েন রাশিয়ার, প্রকাশ্যে উপগ্রহ চিত্র

Date:

যুদ্ধের আশঙ্কা ক্রমাগত বেড়ে চলেছে রাশিয়া(Rassia) ও ইউক্রেনের(Ukren) মধ্যে। রাশিয়া অবশ্য সে সম্ভাবনার কথা সম্পূর্ণ রুপে খারিজ করে দিলেও তাদের গতিবিধি অবশ্য অন্য কথা বলছে। সাঁজোয়া গাড়ি, কামান, যুদ্ধজাহাজ মোতায়েন শুরু হয়েছিল আগেই। সম্প্রতি যে উপগ্রহ চিত্র(Satelight Image) প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে ইউক্রেন সীমান্ত বরাবর বিমান ঘাঁটিগুলিতে জড়ো হয়েছে বিপুল সংখ্যায় রুশ যুদ্ধবিমান। এই ছবি প্রকাশ্যে আসার পর কূটনৈতিক মহলের ধারনা পুরদস্তুর যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে রাশিয়া।

প্রকাশ্যে আসা উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, পশ্চিম রাশিয়ায় অবস্থিত রুশ ঘাঁটিগুলির পাশাপাশি, ইউক্রেনের কাছ থেকে ছিনিয়ে নেওয়া ক্রাইমিয়া, সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের অংশ বেলারুশেও রুশ বিমানবহরের উপস্থিতি নজরে এসেছে ম্যাক্সারের উপগ্রহচিত্রে। যেখানে দেখা যাচ্ছে, সুখোই-৩০, মিগ-৩৫ যুদ্ধবিমান এবং সামরিক হেলিকপ্টারের পাশাপাশি নানা সামরিক সরঞ্জামও মজুত করা হচ্ছে সেখানে। ইতিমধ্যেই এই ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে সরব হয়েছে আমেরিকা।

আরও পড়ুন:ফের রাজ্যের সঙ্গে সংঘাতের পথে রাজ্যপাল, গুরুত্বপূর্ণ ফাইল ফিরিয়ে টুইট ধনকড়ের

উল্লেখ্য, রাশিয়ার তরফে মঙ্গলবার স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছিল ইউক্রেনের বিরুদ্ধে কোনওরকম যুদ্ধের প্রস্তুতি রাশিয়া নিচ্ছে না। আরও জানানো হয়, দক্ষিণ ও পশ্চিম প্রদেশের সেনা বাহিনীর সংশ্লিষ্ট মহড়া শেষ হওয়ায় তারা ঘাঁটিতে ফিরে যাচ্ছে। তবে আমেরিকার তরফে বৃহস্পতিবার উপগ্রহ চিত্র প্রকাশ্যে এনে দাবি করা হয়, সেনা সরানো তো দুরের কথা বরং ইউক্রেন সীমান্তে ক্রমাগত সেনার সংখ্যা বাড়িয়ে চলেছে রাশিয়া। ইউক্রেন সীমান্তের ৫০ কিলোমিটারের মধ্যে অন্তত ১৪টি ঘাঁটি বানিয়েছে রুশ ফৌজ। দ্রুত সীমান্তে সেনা পাঠাতে রাতারাতি তৈরি করে ফেলা হয়েছে অস্থায়ী সেতু।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version