২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক বসতে চলেছে ভারতে

শনিবার বেজিংয়ে এই ইস্যু নিয়ে ছিল বিশেষ এক ভার্চুয়াল বৈঠকে।

বড় সাফল‍্য ভারতের (India)। ২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (2023 Olympic session) বৈঠক বসতে চলেছে ভারতে। মুম্বইয়ে ( Mumbai) আয়োজন করা হবে এই বৈঠক। এদিন এমনটাই ঘোষণা করা হয়েছে।

শনিবার বেজিংয়ে এই ইস্যু নিয়ে ছিল বিশেষ এক ভার্চুয়াল বৈঠকে। সূত্রের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায় বৈঠক আয়োজনের দায়িত্ব পেয়েছে ভারত। এর ফলে আগামী ২০২৩ সালের আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বৈঠক মুম্বইতে আয়োজিত হবে। মনে করা হচ্ছে, এই সাফল্যের পর ২০৩০ সালের কাছাকাছি সময় যুব অলিম্পিক্স আয়োজনের দায়িত্ব পেতে পারে ভারত, যা আগামী দশকে মূল অলিম্পিক্স আয়োজনের ক্ষেত্রেও সহায়ক হবে মনে করা হচ্ছে।

এই নিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদস্য নীতা আম্বানি বলেন,” অলিম্পিক্স আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারত যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় গন্তব্য, তা আরও একবার প্রমাণ হল অলিম্পিক সেশন আয়োজনের সুযোগ পাওয়ার মাধ্যমে।”

আরও পড়ুন:কেন দলে নেই রাহানে, ঋদ্ধি, পূজারা? মুখ খুললেন বোর্ডের নির্বাচক প্রধান চেতন শর্মা

Previous articleSubhendu: জনবিচ্ছিন্ন! কেন্দ্রীয় নিরাপত্তার বহর বাড়িয়ে চলেছেন শুভেন্দু, তীব্র কটাক্ষ কুণালের
Next articleHassanal Bolkiah: ব্রুনেইয়ের সুলতানের চুল কাটার মাসিক খরচ শুনে চোখ কপালে নেটিজেনদের