Monday, November 10, 2025

Alorani: ফের বিতর্কিত মন্তব্য তৃণমূলের বনগাঁর সাংগঠনিক সভাপতি আলোরানির!

Date:

Share post:

এর আগেও বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন আলোরানি সরকার। রবিবার, পুরভোটের প্রচারে গিয়েও বেফাঁস মন্তব্য করলেন বনগাঁ (Bonga) সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আলোরানি সরকার (Alorani Sarkar)। নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দেওয়ার বা বিজেপি (BJP) প্রার্থীকে ঝেঁটিয়ে বিদায় করার নিদান দেন তিনি।

আগামী রবিবার ১০৮টি কেন্দ্র পুরভোট। শনিবার রাতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী দিলীপ দাসের (Dilip Das) সমর্থনে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আলোরানি সরকার। ভোটের প্রচারে গিয়ে যখন তৃণমূল প্রার্থীরা রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন, তখন বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি বললেন, “নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দিন। বিজেপি প্রার্থীকে ঝাঁটাপেটা করুন।”

ভোটের আগে টিকিট না পেয়ে যাঁরা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাঁদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। অনেকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের কোনোরকম পদক্ষেপ করতে বলা হয়নি। সে ক্ষেত্রে আলোরানির এই মন্তব্যে স্বভাবতই বিতর্ক ছড়িয়েছে।

তবে, আলোরানির যুক্তি, এতদিন ধরে তৃণমূল করে এখন টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছে, তাঁরা দলের ফ্লেক্স পর্যন্ত ব্যবহার করছে। সেই জন্য এই নিদান দিয়েছেন তিনি। তবে, তাঁর যুক্তি যাই হোক, বেফাঁস মন্তব্য করে তিনি অযথা দলকে অস্বস্তিতে ফেলছেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পাঞ্জাবে ভোটের দিন ঘরবন্দি সোনু সুদ! কী নির্দেশ ছিল নির্বাচন কমিশনের

 

 

 

spot_img

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...