Thursday, August 28, 2025

Alorani: ফের বিতর্কিত মন্তব্য তৃণমূলের বনগাঁর সাংগঠনিক সভাপতি আলোরানির!

Date:

এর আগেও বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন আলোরানি সরকার। রবিবার, পুরভোটের প্রচারে গিয়েও বেফাঁস মন্তব্য করলেন বনগাঁ (Bonga) সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আলোরানি সরকার (Alorani Sarkar)। নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দেওয়ার বা বিজেপি (BJP) প্রার্থীকে ঝেঁটিয়ে বিদায় করার নিদান দেন তিনি।

আগামী রবিবার ১০৮টি কেন্দ্র পুরভোট। শনিবার রাতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী দিলীপ দাসের (Dilip Das) সমর্থনে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আলোরানি সরকার। ভোটের প্রচারে গিয়ে যখন তৃণমূল প্রার্থীরা রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন, তখন বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি বললেন, “নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দিন। বিজেপি প্রার্থীকে ঝাঁটাপেটা করুন।”

ভোটের আগে টিকিট না পেয়ে যাঁরা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাঁদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। অনেকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের কোনোরকম পদক্ষেপ করতে বলা হয়নি। সে ক্ষেত্রে আলোরানির এই মন্তব্যে স্বভাবতই বিতর্ক ছড়িয়েছে।

তবে, আলোরানির যুক্তি, এতদিন ধরে তৃণমূল করে এখন টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছে, তাঁরা দলের ফ্লেক্স পর্যন্ত ব্যবহার করছে। সেই জন্য এই নিদান দিয়েছেন তিনি। তবে, তাঁর যুক্তি যাই হোক, বেফাঁস মন্তব্য করে তিনি অযথা দলকে অস্বস্তিতে ফেলছেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পাঞ্জাবে ভোটের দিন ঘরবন্দি সোনু সুদ! কী নির্দেশ ছিল নির্বাচন কমিশনের

 

 

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version