Monday, May 5, 2025

Alorani: ফের বিতর্কিত মন্তব্য তৃণমূলের বনগাঁর সাংগঠনিক সভাপতি আলোরানির!

Date:

এর আগেও বিতর্কিত মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন আলোরানি সরকার। রবিবার, পুরভোটের প্রচারে গিয়েও বেফাঁস মন্তব্য করলেন বনগাঁ (Bonga) সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আলোরানি সরকার (Alorani Sarkar)। নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দেওয়ার বা বিজেপি (BJP) প্রার্থীকে ঝেঁটিয়ে বিদায় করার নিদান দেন তিনি।

আগামী রবিবার ১০৮টি কেন্দ্র পুরভোট। শনিবার রাতে বনগাঁ পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের দলীয় প্রার্থী দিলীপ দাসের (Dilip Das) সমর্থনে প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করলেন আলোরানি সরকার। ভোটের প্রচারে গিয়ে যখন তৃণমূল প্রার্থীরা রাজ্যের উন্নয়নের খতিয়ান তুলে ধরছেন, তখন বনগাঁর সাংগঠনিক জেলা সভাপতি বললেন, “নির্দল প্রার্থীর ফ্লেক্স-ব্যানার ছিঁড়ে দিন। বিজেপি প্রার্থীকে ঝাঁটাপেটা করুন।”

ভোটের আগে টিকিট না পেয়ে যাঁরা নির্দল হিসেবে দাঁড়িয়েছেন তাঁদের কড়া বার্তা দিয়েছেন তৃণমূল (TMC) নেতৃত্ব। অনেকে বহিষ্কারও করা হয়েছে। কিন্তু তাঁদের বিরুদ্ধে দলীয় নেতা-কর্মীদের কোনোরকম পদক্ষেপ করতে বলা হয়নি। সে ক্ষেত্রে আলোরানির এই মন্তব্যে স্বভাবতই বিতর্ক ছড়িয়েছে।

তবে, আলোরানির যুক্তি, এতদিন ধরে তৃণমূল করে এখন টিকিট না পেয়ে যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছে, তাঁরা দলের ফ্লেক্স পর্যন্ত ব্যবহার করছে। সেই জন্য এই নিদান দিয়েছেন তিনি। তবে, তাঁর যুক্তি যাই হোক, বেফাঁস মন্তব্য করে তিনি অযথা দলকে অস্বস্তিতে ফেলছেন বলে মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন- পাঞ্জাবে ভোটের দিন ঘরবন্দি সোনু সুদ! কী নির্দেশ ছিল নির্বাচন কমিশনের

 

 

 

Related articles

রিষড়ার সাউভাই দ্রুত ফিরে আসুন: বিএসএফ জওয়ানের জন্য অপেক্ষা মুখ্যমন্ত্রীর

১২ দিন অতিক্রান্ত হলেও বাংলার বিএসএফ জওয়ান পূর্ণমকুমার সাউকে দেশে ফিরিয়ে আনতে ব্যর্থ নরেন্দ্র মোদি সরকার। এমনকি রবিবার...

মোহনবাগানের পথে রবসন রবিনহো!

ইস্টবেঙ্গলে(Eastbengal) যাওয়ার কথা শোনা গেলেও দল বদলের বাজেরা হঠাত্ই যেন পট পরিবর্তন। রবসন রবিনহো(Robson Robinho) ইস্টবেঙ্গলে নয়, যেতে...

আমি লালকেল্লার উত্তরাধিকারী! বেগমের আবেদন নাকচ সুপ্রিম কোর্টের

লালকেল্লার মাথায় ত্রিবর্ণ পতাকা। এটাই স্বাধীন ভারতের প্রতীক গোটা বিশ্বের কাছে। এবার সেই লালকেল্লার অধিকার দাবি করেই সুপ্রিম...

ধূলিয়ান থেকে দুই পরিবারকে তুলে এনেছে! মুর্শিদাবাদ রওনার আগে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের সামশেরগঞ্জে অশান্তির আবহে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে গিয়ে প্রভাবিত করা ঠিক নয়, এমনটাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী...
Exit mobile version