GNIOT GROUP: শিক্ষার পথের কাঁটা পয়সা নয়

নয়া উদ্যোগের পথে জিআইএমএস। ‘বেটি পড়াও বেটি বাঁচাও’ অভিযান অনুসরণ করেই ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি কোর্সের জন্য ১২ কোটি টাকা বরাদ্দ করেছে কর্তৃপক্ষ। যেখানে কোভিড মৃত্যু নির্ভরশীলদের বৃত্তি, জিআইএমএস শক্তি বৃত্তি ছাড়াও রয়েছে আরও অন্যান্য বৃত্তি। স্নাতক ও স্নাতকোত্তর- এর জন্য মেধাবী শিক্ষার্থীদের আমন্ত্রণ জানিয়েছে জিএনআইওটি গ্রুপ, ফলে সেক্ষেত্রেও থাকবে বিশেষ বৃত্তি। বিদেশী বিনিয়োগের সহযোগিতায় আগামী দিনে আরও প্রশস্ত হতে চলেছে জিএনআইওটি গ্রুপ। বহু সাফল্য তো রয়েছেই, তার সাথে রয়েছে যোগ্য শিক্ষার্থীদের প্লেসমেন্ট (ANZ BANK, ICICI BANK, AXIS BANK, SBI GENERAL LIFE INSURANCE)। জিএনআইওটি ইনস্টিটিউড অফ ম্যানেজমেন্ট- এর ডিরেক্টর ড: অরুণ সিং- এর কথায়, গুণমানের উপর ফোকাস করা শুরু থেকেই জিএনআইওটি গ্রুপের বৈশিষ্ট্য। প্রতিটি শিক্ষার্থীর মানসম্পন্ন শিক্ষা এবং শুধু “নিয়োগযোগ্য” পেশাদার- এর পরিবর্তে “মূল্যসংযোজন” পেশাদার; এই উদ্যোগের পথেই হাঁটবে, এমনটাই জানিয়েছেন জিআইএমএস- এর সিইও মি: স্বদেশ সিং।

আরও পড়ুন- India-China Relation: ভারত-চিনের সম্পর্ক নিয়ে উদ্বেগের কথা শোনালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর

Previous articleIndia-China Relation: ভারত-চিনের সম্পর্ক নিয়ে উদ্বেগের কথা শোনালেন বিদেশমন্ত্রী জয়শঙ্কর
Next articleসাধন পাণ্ডের মৃত্যুতে আগামিকাল অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের