সাধন পাণ্ডের মৃত্যুতে আগামিকাল অর্ধদিবস ছুটি ঘোষণা রাজ্য সরকারের

প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে (TMC leader Sadhan Pande Dies)। তাঁর মৃত্যুতে ২১ ফেব্রুয়ারি, সোমবার অর্ধ দিবস ছুটি ঘোষণা করল রাজ্য সরকার (West Bengal Government)। দুপুর দুটোয় ছুটি ঘোষণা করেছে নবান্ন (Nabanna)।

আরও পড়ুন: নির্দল হয়ে জিতলেই ফেরাবে না তৃণমূল, কড়া বার্তা  পার্থর

রবিবার সকালে মুম্বইয়ের (Mumbai) এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মন্ত্রী সাধন পাণ্ডে (TMC leader Sadhan Pande Dies)। সামলেছেন রাজ্যের ক্রেতাসুরক্ষা দফতর। উত্তর কলকাতার অপরাজিত বিধায়ক সাধন পাণ্ডে। টানা ৬ বার জিতেছেন বটতলা বিধানসভা কেন্দ্র থেকে। ২০১১ থেকে মানিকতলা কেন্দ্রে জয়ী। কংগ্রেস ছেড়ে তৃণমূলের জন্মলগ্ন থেকে মমতার পাশে ছিলেন সাধন পাণ্ডে।

 

Previous articleGNIOT GROUP: শিক্ষার পথের কাঁটা পয়সা নয়
Next articleKunal Ghosh: উন্নয়নের স্বার্থে ভোট দিন তৃণমূলকেই: পুরভোটের প্রচারে বার্তা কুণালের