Friday, November 14, 2025

“দলের বিরুদ্ধে দাঁড়িয়ে, দলের প্রার্থীদের হারিয়ে জেতার স্বপ্ন দেখে যদি কেউ ভেবে থাকেন দলে ফিরে আসবেন, সেই ভাবনা সফল হবে না। কারণ যাঁরা নির্দল হয়ে দাঁড়িয়েছেন, তাঁরা জিতবেন না। তেমনই ফিরে আসাও হবে না।” রবিবার বিক্ষুব্ধ নির্দল প্রার্থীদের উদ্দেশে এভাবেই  কড়া বার্তা  দিলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।  এদিন পার্থ চট্টোপাধ্যায় বলেন, “অনেকেই তো বিজেপিতে গিয়ে আবার ফিরে আসার চেষ্টা করছেন। তাঁদের সবার জন্য দল দরজা হাট করে খুলে দেয়নি।  নির্দল প্রার্থী হয়ে দলীয় প্রার্থীর ক্ষতি করবেন, আবার ফিরে আসার স্বপ্ন দেখবেন, দুটো এক সঙ্গে হবে না। জেতার স্বপ্নও পুরণ হবে না। দলেও ফেরা যাবে না।”

তৃণমূল কংগ্রেসের তরফে ইতিমধ্যেই নির্দেশ দেওয়া হয়েছে নির্দল প্রার্থীরা ভোটে জিতলে কোনও ভাবেই তাদের আর দলে ফেরানো হবে না । নির্দল প্রার্থীদের ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে যারা প্রার্থীপদ প্রত্যাহার করে নিয়েছেন তারা দলে রয়ে গিয়েছেন । যারা সেই সময়সীমার মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করেননি তাদের বহিষ্কার করা হচ্ছে। ইতিমধ্যেই বহিষ্কারের পদক্ষেপ শুরু হয়েছে ।
জেলায় জেলায় গত কয়েকদিনে একাধিক নির্দল প্রার্থীকে বহিষ্কার করা হয়েছে । রবিবারই উত্তর ২৪ পরগনায় ৬১ জন নির্দল প্রার্থী বহিস্কৃত হয়েছে।

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version