চমকে দিলেন ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ (Rameshbabu Praggnanandhaa)। এয়ারথিংস মাস্টার্সের অষ্টম রাউন্ডে বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারালেন ভারতীয় এই তরুণ দাবাড়ু। সোমবার অনলাইন র্যাপিড চেজ টুর্নামেন্টে কার্লসেনকে হারিয়ে গোটা বিশ্বের নজর কেড়ে নিলেন ১৬ বছরের প্রজ্ঞানন্দ।
অনলাইন র্যাপিড দাবার এই টুর্নামেন্টে সোমবার প্রজ্ঞানন্দ কালো ঘুটি নিয়ে ৩৯ চালে টারাশ ভ্যারিয়েশনে হারান কার্লসেনকে। আর এর জেরে কার্লসেনের টানা তিন জয়ের ধারা রুখে দেয় প্রজ্ঞানন্দ। আর এই জয়ের জেরে অষ্টম রাউন্ডে যুগ্ম দ্বাদশ স্থানে রয়েছেন তরুণ প্রজ্ঞানন্দ। এর আগে এই টুর্নামেন্টে কেবল একটি জয়, দুটি ড্র ও চারটি হারের সম্মুখীন হয়েছেন তিনি।
কার্লসেনের আগে প্রজ্ঞানন্দর একমাত্র জয়টি এসেছে লেভ আরোনিয়ানের বিরুদ্ধে। ড্র করেন অনীশ গিরি ও কুয়ান লিয়েম লে এর বিরুদ্ধে।
আরও পড়ুন:Rahul Dravid: ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে টি-২০ বিশ্বকাপের চিন্তাভাবনা শুরু দ্রাবিড়ের