Thursday, November 13, 2025

Anis Case: সিবিআই তদন্তে অনড় আনিসের পরিবার, নোবেল থেকে নন্দীগ্রাম সবেতেই ফেল CBI

Date:

আনিস খানের রহস্য মৃত্যুর কিনারা করতে কঠোর সিট। ১৫দিনের মধ্যেই পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে দিনরাত এক করছেন সিটের সদস্যরা। আনিস খানের আমতার বাড়ির প্রতিটি কিনারা ঘুরে দেখেন তদন্তকারীরা। মৃত যুবনেতার বাবার সঙ্গেও কথা বলেন তাঁরা। SIT-এর সামনেই এদিন CBI তদন্তের আর্জি জানায় আনিসের বাবা। অথচ এই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাফল্য নিয়েই প্রশ্ন উঠেছে বারবার।

আরও পড়ুন:কেষ্ট থেকে অনুব্রত হয়ে ওঠার আত্মকাহিনী নিয়ে প্রকাশিত বই “খেলা হবে”

রাজ্য পুলিশে ভরসা নেই। ছেলের মৃত্যুতে CBI তদন্তের দাবিতে অনড় আনিসের বাবার। অনেকেরই মনে পড়ে যাচ্ছে ২০০৭ সালের রিজওয়ানুরের হত্যাকাণ্ডের কথা। ছেলে রিজওয়ানুরের রহস্যমৃত্যুতে বিচার চেয়েছিলেন তাঁর মা। প্রতিবাদে পথে নামেন নাগরিক সমাজ। রিজওয়ানুরের তদন্তে CBI তদন্তের নির্দেশ দিলেও মূল অভিযুক্তরা অধরাই থেকে গিয়েছেন। শুধু রিজওয়ানুর মৃত্যুই নয়, সিঙ্গুরের তাপসী মালিকেরও খুনের কিনারা করতে তদন্ত করেছে CBI।অভিযোগ তাপসী মালিক খুনে মূল অভিযুক্তরা ছাড়া পেয়েছেন। নোবেল চুরি থেকে নন্দীগ্রাম-নেতাই সবেতেই তদন্ত করেছে CBI।কিন্তু দোষীরা কি শাস্তি পেয়েছে? কত দ্রুত তদন্ত শেষ করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ? প্রশ্ন উঠেছে বারবার।

CBI-এর হাতে মামলার পাহাড়। ২০২১ সালে সুপ্রিম কোর্টে হলফনামা জমা দেন CBI ডিরেক্টর সুবোধ কুমার জয়সওয়াল।জানান CBI-এর সাফল্যের হার ৬৫ থেকে ৭০ শতাংশ মাত্র। ২০২২০ সাল পর্যন্ত CBI-এর হাতে জমেছিল ৯ হাজার ৭৫৭টি মামলা।

CBI-এর নিরপেক্ষতা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে। শুধু রাজনৈতিক দলের নেতারাই নন, প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্টও। ২০১৩ সালের মে মাসে এক  মামলায় CBI-কে ‘খাঁচাবন্দি তোতাপাখি’ বলেও কটাক্ষ করে শীর্ষ আদালত।কেন্দ্রে তখন মনমোহন সরকার। মোদি জমানাতেও CBI-তদন্ত নিয়ে সেই একই তুলনা টেনেছে মাদ্রাজ হাইকোর্ট। একটি চিটফান্ড মামলার শুনানিতে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘আদালত চায় না CBI খাঁচায় বন্দি তোতা হয়ে থাকুক’।

CBI প্রসঙ্গে প্রশ্ন তুলেছেন রাজনৈতিক নেতারাও। গুজরাতে মুখ্যমন্ত্রী থাকাকালীন CBI নিয়ে সুর চড়ান নরেন্দ্র মোদি। কটাক্ষ করে বলেছিলেন, CBI হল কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। মোদি জমানায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও অভিযোগ করে বলেন, CBI হল বিবিআই বিজেপি  ব্যুরো অফ ইনভেস্টিগেশন। এরপরও CBI তদন্তের দাবি জানিয়ে সরব মৃত আনিস খানের পরিবার ।

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version