Kunal Ghosh-Anis : ন্যায়বিচার হবেই, ভরসা রাখুন : কুণাল ঘোষ

যে কোনো মৃত্যুই অত্যন্ত দুঃখের। আনিসের মৃত্যু অত্যন্ত দুঃখজনক ঘটনা । তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বুধবার একথা জানিয়েছেন। কুণালবাবু এদিন সাংবাদিকদের বলেন , মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলে দিয়েছেন যে, সিট- এর নেতৃত্বে সম্পূর্ণ নিরপেক্ষভাবে তদন্ত হচ্ছে। হবেও। কাউকেই রেয়াত করা হবে না। ভরসা রাখুন। আস্থা রাখুন। ন্যায়বিচার হচ্ছে । ন্যায়বিচার হবেই। সিট- এর তদন্ত সঠিক পথেই এগোচ্ছে । বুধবারই এই ঘটনায় দুই পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।

তৃণমূল মুখপাত্র এদিন আরো বলেন , মুখ্যমন্ত্রী বারবার বলেছেন আগামী ১৫ দিনের মধ্যে সম্ভব হলে ১৫ দিনের সময়সীমার আগেই গোটা তদন্ত প্রক্রিয়া শেষ করে এই রহস্যের কিনারা করতে হবে । মানুষকে সত্যিটা জানাতে হবে। আর এ থেকেই প্রমাণিত হচ্ছে যে এই রাজ্য সরকার, এই প্রশাসন জনগণের কাছে কতটা দায়বদ্ধ

 

Previous articleজল পড়ে পাতা নড়ে, পাগলা শুভ মাথা নাড়ে: শুভেন্দুকে তীব্র কটাক্ষ কুণালের
Next articleলক্ষ্য শিল্পস্থাপন-কর্মসংস্থান: রাজ্যে আসছে প্রচুর প্রকল্প, প্রয়োজন প্রচার, শিল্পোদ্যোগীদের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর