ইউক্রেন ছেড়ে দেশের মাটি ছুঁতেই উচ্ছ্বসিত ভারতীয়রা, হাততালি ও চিৎকারে ফেটে পড়ল বিমান

রাশিয়া-ইউক্রেন সংঘাতে গত কয়েকদিন ধরেই প্রাণ সংশয়ে ছিলেন ভারতীয়রা।মনে একটাই ভয় এই বোধহয় ইউক্রেনের সঙ্গে শুরু হতে চলেছে যুদ্ধ। তবে মঙ্গলবার মধ্যরাতে বিমানের চাকা দেশের মাটি ছুঁতেই যেন প্রাণ ফিরে পেলেন তারা। পাইলট অবতরণের ঘোষণা করতেই হাততালি, চিৎকারে ফেটে পড়ল বোয়িং ৭৮৭ বিমান।

আরও পড়ুন:প্রকল্প শুরুই আগেই দেউচা-পাঁচামির ২২২জনকে চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী

সংবাদসংস্থার শেয়ার করা এক ভিডিও-তে ভারতীয়দের মুখে সেই উল্লাসের ছবি দ্খা যাচ্ছে। সেইসঙ্গে তাদের চোখে মুখে ফুটে উঠেছে প্রশান্তির চিহ্নও।


ইউক্রেনের পরিস্থিতি জটিল হতেই সেখানে আটকে থাকা ভারতীয়দের উদ্ধার করতে আনতেই বিশেষ বিমান পাঠানো হয়েছিল। মঙ্গলবার সন্ধে ৬টা নাগাদ ইউক্রেনের রাজধানী কিভ থেকে প্রায় ২৪০ জন ভারতীয়কে নিয়ে বোয়িং ৭৮৭ বিশেষ বিমানটি নয়াদিল্লির উদ্দেশে রওনা দেয়, এবং মধ্যরাতে দেশের মাটিতে অবতরণ করে।

Previous articleপ্রকল্প শুরুই আগেই দেউচা-পাঁচামির ২২২জনকে চাকরি দিচ্ছেন মুখ্যমন্ত্রী
Next articleরাজ্যের পাঠানো ফাইল ফেরালেন রাজ্যপাল, চাইলেন আর্থিক মঞ্জুরি সংক্রান্ত ফাইলের তথ্য