Sunday, November 16, 2025

লক্ষ্য শিল্পস্থাপন-কর্মসংস্থান: রাজ্যে আসছে প্রচুর প্রকল্প, প্রয়োজন প্রচার, শিল্পোদ্যোগীদের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

Date:

শুধু দেউচা পাচামিই নয়, রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় শিল্পস্থাপন হবে। বুধবার, নবান্নে (Nabanna) শিল্পোদ্যোগীদের নিয়ে বৈঠকে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। তিনি জানান, শিল্প স্থাপন ও কর্মসংস্থানই এখন রাজ্য সরকারের লক্ষ্য। এদিন, শিল্পের জন্য একটি পোর্টাল ও বাংলার ‘আইক্লাউড’ (iCloud) নামে দুটি পোর্টালের (Portal) উদ্বোধন করা হয়। প্রথমটি থেকে রাজ্য শিল্প সংক্রান্ত বিষয়ে সব কিছু জানা যাবে। এখানে রাজ্যের ১৫টি দফতরের বিষয়ে খুঁটিনাটি জানা যাবে। কোনও অভিযোগ থাকলে তাও দায়ের করা যাবে। অন্য দিকে বাংলার ‘আইক্লাউড‘-এ রাখা থাকবে বহু সরকারি নথি।

দেউচা পাচামিতে ৩০ হাজার কোটি টাকার বিনিয়োগ হবে। ১লক্ষ কর্মসংস্থান হবে। পাশাপাশি, জঙ্গলমহলে ৭২ হাজার কোটি টাকার প্রকল্প আসছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, অনেক প্রকল্প পাইপলাইনে আছে। মমতা বলেন, সব কথা এখানে বলে দেবেন না। কিছু তথ্য দেবেন বিশ্ববঙ্গ শিল্প সম্মেলনে।

আরও পড়ুন:Kolkata: রাজ্যের প্রথম এবং দেশের দ্বিতীয় ‘এয়ারক্র্যাফট মিউজিয়াম’ এবার কলকাতার নিউটাউনে

অ্যাগ্রো ইন্ডাস্ট্রিতে অনেক বিনিয়োগ হবে বলে জানান মমতা। একইসঙ্গে জোর দেন রাজ্যের চর্মশিল্পের উপর। বলেন, বাংলার চর্মশিল্প ভারত সেরা। সেটির প্রচারে জোর দিতে হবে।

কনজিউমার ডিপার্টমেন্টকে সজাগ হতে হবে। টাস্ক ফোর্সকে সচল থাকবে হবে বলে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। তিনি আধিকারিকদের বলেন বিনিয়োগকারীদের যেন এক দফতর থেকে অন্য দফতরে ঘুরে সময় নষ্ট করতে না হয়। কাজের গতি আনতে মুখ্যসচিবকে সব প্রিন্সিপাল সেক্রেটারিদের নিয়ে সপ্তাহে একদিন বৈঠকের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

বৈঠকে উপস্থিত শিল্পোদ্যোগীরা শিল্পোন্নয়নে রাজ্য সরকারের ভূমিকার প্রশংসা করেন। তাঁরা বলেন, বাংলায় এখন শিল্পের প্রভুত উন্নতি হয়েছে। কিন্তু তার প্রচার করতে হবে বলে পরামর্শ দেন তাঁরা। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের শিল্পের প্রচারে একটি শিল্প সংবাদ-চ্যানেল তৈরি করুন বিনিয়োগকারীরা। সেখানেই রাজ্যের শিল্পোন্নয়নের খবর প্রচারিত হবে। এদিনের বৈঠকে রাজ্যে শিল্প স্থাপনে মুখ্যমন্ত্রীর ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।

Related articles

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...

ফের মেট্রো বিভ্রাট, ময়দান থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত আংশিক ব্যাহত পরিষেবা!

রবিবাসরীয় সকালেও মেট্রো ভোগান্তি (Metro Service Interrupted)। সিগন্যালিং রক্ষণাবেক্ষণের কাজের জেরে এদিন প্রথম মেট্রো থেকেই ব্যাহত হয় পরিষেবা।...

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...
Exit mobile version