Thursday, August 28, 2025

Cm On Anis: ছাত্র-মৃত্যুতে ইতিমধ্যেই গ্রেফতার ২ পুলিশ-কর্মী, অযথা বিক্ষোভে দুর্ভোগ বাড়ছে: মুখ্যমন্ত্রী

Date:

আনিস-মৃত্যুর তদন্তে বার দুয়েক মৃতের পরিবারের সঙ্গেও দেখা করেছেন সিট-সদস্যেরা: মুখ্যমন্ত্রী

আনিস খানের (Anis Khan) মৃত্যুর ঘটনায় ২ পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়েছে। নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Benarjee)। একই সঙ্গে আনিসের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের নামে সাধারণ মানুষের দুর্ভোগের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বার দুয়েক মৃতের পরিবারের সঙ্গে দেখা করেছেন সিট (SIT)-সদস্যেরা। কিন্তু পরিবারের তরফ থেকে ফের ময়নাতদন্তে সম্মতি দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রী বলেন, “সরকার এ বিষয়ে খুব কড়া। অভিযোগ যদি সত্যি হয়, আইন আইনের পথে চলবে”।

মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমবারই আনিস-মৃত্যুর তদন্তে তিন সদস্যের সিট গঠন করা হয়েছে। ইতিমধ্যেই দুই পুলিশ কর্মী গ্রেফতার। কিন্তু এই বিষয়ে কোনও কোনও রাজনৈতিক দল অযথা বিক্ষোভ করছেন বলে ক্ষোভ প্রকাশ করেন মমতা। বাম আমলের নাম না করে তিনি বলেন, নন্দীগ্রাম থেকে সিঙ্গুর- কজন গ্রেফতার হয়েছে। বিভিন্ন ঘটনায় সিবিআই তদন্ত হয়েছে। কিন্তু কোনও তদন্তই শেষ হয়নি। পুলিশের বিরুদ্ধে কথা বলে, তাদের মনোবল ভেঙে দাওয়া হচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, পুলিশকে বলব নিরপক্ষ পদক্ষেপ করতে। কিন্তু এভাবে আন্দোলনের জেরে সাধারণ মানুষ দুর্ভোগে পড়ছেন। মঙ্গলবারের বিক্ষোভের জেরে অনেকে সঠিক সময় বিমানবন্দরে পৌঁছতে পারেননি বলে অভিযোগ করেন মমতা। তিনি বলেন, সরকারকে দুর্বল ভাববেন না।

 

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version