Monday, August 25, 2025

টাইপের বিভ্রাটে দুপুর হয়েছে রাত, বুঝে নেওয়া যেত: রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর

Date:

রাত ২ টোর সময় বিধানসভা অধিবেশন(Assembly Session) ডেকেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়(Jagdeep Dhankar)। বিষয়টি প্রকাশ্যে আসার পর রাজ্য-রাজনীতিতে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে। জানা গিয়েছে, মন্ত্রিসভার পাঠানো নোটে টাইপের সমস্যার জেরে এই ভুল। এহেন পরিস্থিতির মাঝে এই ইস্যুতেই রাজ্যপাল জগদীপ ধনকড়কে ফোন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং টাইপো সমস্যার বিষয়টি রাজ্যপালকে জানান তিনি। সূত্রের খবর, আগামী ২৮ তারিখ ফের মন্ত্রিসভার বৈঠক বসবে। তারপর নতুন প্রস্তাব যাবে রাজ্যপালের কাছে।

জানা গিয়েছে, বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানান, ‘am শব্দটা টাইপোগ্রাফিক্যাল ভুল। সর্বত্র pm লেখা।’ ২৮ তারিখ মন্ত্রিসভার বৈঠকে এই ভুল শুধরে নেওয়া হবে। এদিন টুইটে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর কথোপকথনের বিষয়টি প্রকাশ্যে আনেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। টুইটে তিনি লেখেন, “রাজ্যপালের টুইট দেখে মুখ্যমন্ত্রী তাঁকে ফোন করেন। জানান, am শব্দটি টাইপোগ্রাফিকাল ভুল। সর্বত্র pm লেখা। এটা বুঝে নিলেই ভালো হত। এদিকে, আবার pm লিখে প্রস্তাব পাঠাতে মুখ্যমন্ত্রী ২৮/২ মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন।”

 

পাশাপাশি আরও একটি টুইটে রাজ্যপালের বিরুদ্ধে ক্ষোভ উগরে তিনি লেখেন, “প্রশ্ন হল, রাজ্যপাল টুইটে ক্যাবিনেট পেপার প্রকাশ করলেন কী করে? এই নথি প্রকাশ্যে আনার বিধি ও রীতি নেই। রাজ্যপাল সব রীতি ভাঙছেন। সরকারের কাজে বাধা দেওয়া, বাংলার বিরুদ্ধে কুৎসা, নন ইস্যুকে ইস্যু করতে তিনি ব্যস্ত। রাজ্যপালের পদের গরিমা নষ্ট করে বিজেপির প্রতিনিধিত্ব করছেন তিনি।”

 

উল্লেখ্য, বিধানসভা অধিবেশনের বিষয়ে মন্ত্রিসভার বৈঠক নিয়ে ক্যাবিনেট নোট পাঠানো হয়েছিল রাজ্যপালকে। কিন্তু সেখানে অধিবেশনের সময় দুপুর ২টোর বদলে রাত দুটোয় লেখা ছিল। এদিন মন্ত্রিসভার সেই নোটেই সাক্ষর করে দেন রাজ্যপাল। টুইটেও বিষয়টি প্রকাশ করেন ধনকড়। তিনি লেখেন, এটা একপ্রকার নজিরবিহীন ঘটনা। কিন্তু এটাই মন্ত্রিসভার সিদ্ধান্ত। বিষয়টি প্রকাশ্যে আসার পর বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানান, “এটা টাইপের ত্রুটি। রাজ্যপাল চাইলে বিষয়টি এড়িয়ে যেতে পারতেন। এখন মন্ত্রিসভা পরবর্তী সিদ্ধান্ত নেবে।” এসবকিছুর মাঝেই এবার রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী।

Related articles

শ্রমশ্রী প্রকল্পে ভুয়ো আবেদন রুখতে কড়া নজরদারি রাজ্যের 

ঘরে ফেরা পরিযায়ী শ্রমিকদের জন্য ঘোষিত শ্রমশ্রী প্রকল্পে প্রকৃত ও যোগ্য প্রার্থীরাই সুযোগ পান, তা নিশ্চিত করতে বিশেষ...

আদিবাসী উন্নয়ন আরও সুদূর প্রসারি করার বার্তা মুখ্যমন্ত্রীর, সৌজন্য উড়িয়ে বৈঠকে অনুপস্থিত বিজেপি

আদিবাসী উন্নয়ন নয়, রাজনীতিই যে তাদের লক্ষ্য তা আরও একবার প্রমাণ করল বিজেপি (BJP)। আমন্ত্রণ পেয়েও সৌজন্যের জবাব...

DHFC-র হারের পরই ক্লাব থেকে কর্তাদের ছোট করার চেষ্টা, জবাব দিলেন মানস

ডুরান্ড কাপের(Durand Cup) ফাইনালে পৌঁছে সকলকে চমকে দিয়েছিল ডায়মন্ডহারবার এফসি(DHFC)। বাংলার ফুটবলকে যে দল নতুন স্বপ্ন দেখাচ্ছে, তাদের...

আধারের অভাবে রেশন বঞ্চনা নয়, কড়া নির্দেশ খাদ্য দফতরের 

আধার কার্ড না–থাকা বা বায়োমেট্রিক যাচাই না–হওয়ার কারণে আর কোনও বৈধ রেশন গ্রাহককে খাদ্যসাথী প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত...
Exit mobile version