Sunday, August 24, 2025

সিটেই আস্থা: জেলা জজের পর্যবেক্ষণে আনিসের দেহ ফের ময়নাতদন্তের নির্দেশ হাইকোর্টের

Date:

সিবিআই নয়, রাজ্যের গড়ে দেওয়া বিশেষ তদন্তকারী দল সিটের(SIT) তদন্তের উপরই ভরসা রাখল হাইকোর্ট(Highcourt)। বৃহস্পতিবার আনিস খানের(Anish Khan) রহস্য মৃত্যুর মামলায় আদালতের তরফে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে এই ঘটনার তদন্ত করবে সিট। এবং তদন্ত রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে আদালতে পেশ করতে হবে। শুরু তাই নয়, এই মামলায় আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে আদালত। জেলা জজের পর্যবেক্ষণে হবে এই ময়নাতদন্ত। এবং দ্রুত এই ময়নাতদন্তের রিপোর্ট সিট এবং মামলাকারীদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বারবার সিবিআই তদন্তের দাবি উঠলেও বৃহস্পতিবার আদালতে আনিস মামলার শুনানিতে নিরপেক্ষ তদন্তের দাবি জানায় মামলাকারী পক্ষ। এই প্রেক্ষিতে রাজ্য জানায়, সিট গঠন করে গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত শুরু করা হয়েছে। সরকার এই মামলার তদন্ত গোপন করবে না। ফলস্বরুপ সিটের তদন্তে সম্মতি প্রকাশ করে আদালত। পাশাপাশি, আনিসের দেহ দ্বিতীয়বার ময়নাতদন্তের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়, দেহ দ্বিতীয়বার ময়না তদন্ত হবে জেলা জজের পর্যবেক্ষণে। এবং দ্রুত এই ময়নাতদন্তের রিপোর্ট সিট এবং মামলাকারীদের হাতে তুলে দিতে হবে। শুধু তাই নয়, আদালতে পুলিশের তরফে আবেদন জানানো হয় আনিসের মোবাইলটি দিতে হবে পরিবারকে। তদন্তের খাতিরে মোবাইলটি অত্যন্ত প্রয়োজন।

আরও পড়ুন:Group c-highcourt : গ্রুপ সি নিয়োগ মামলায় এবার তদন্ত কমিটি গড়ল আদালত

পুলিশের আবেদনের প্রেক্ষিতে আদালতের তরফে জানানো হয়, আনিসের মোবাইল ফোন পাঠানো হবে হায়দ্রাবাদের ফরেন্সিক ল্যাবে। সেখানেই এই ফোনের সমস্ত তথ্য বিশ্লেষণ করা হবে। পাশাপাশি ফোনের সমস্ত রিপোর্ট তদন্তকারী দল এবং মামলাকারীদের কাছে পাঠানো হবে। আদালত আরও জানিয়েছে, তদন্তকারী দলকে এই মামলার গতিবিধি সম্পর্কে বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ দিনের মধ্যে আদালতকে জানাতে হবে। সেই অনুযায়ি পরবর্তী পক্ষেপ নেবে আদালত।

 

Related articles

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...
Exit mobile version