Thursday, December 4, 2025

Ukraine-Russia: বাইডেনের হুমকি,রাশিয়াকে চরম মূল্য দিতে হবে

Date:

Share post:

ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গেই কড়া হুঁশিয়ারি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। স্পষ্ট ভাষায় বলে দিলেন, অন্যায় কাজ করছে রাশিয়া। আমেরিকা শুধু ইউক্রেনের পাশে থাকবে তাই নয়, সব মিত্র শক্তিকে সঙ্গে নিয়ে ইউক্রেনের পাশে দাঁড়াবে। ইতিমধ্যে ফ্রান্স, ব্রিটেন, কানাডা, সুইজারল্যান্ড, নরওয়ে, জাপান, অস্ট্রেলিয়া, জার্মানি রাশিয়ার বিরুদ্ধে অবরোধ এবং নিষেধাজ্ঞা জারি করেছে। বাইডেন ইতিমধ্যে মিত্রশক্তির নেতাদের সঙ্গে কথা বলেছেন। রাশিয়ার বিরুদ্ধে কিভাবে সামরিক অভিযান করা যায় সেনিয়ে আলোচনাও চালাচ্ছেন। ফলে এই যুদ্ধ  রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না।

আরও পড়ুন: Russia-Ukraine:তৃতীয় বিশ্বযুদ্ধ? ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা পুতিনের

মার্কিন প্রেসিডেন্ট বাইডেন জানিয়েছেন, ”যত প্রাণহানি ও সম্পত্তি ধ্বংস হবে তার জন্য রাশিয়া একা দায়ী থাকবে। আমেরিকা ও তার মিত্রশক্তি দেশগুলি মিলে ঐক্যবদ্ধভাবে এর জবাব দেবে। বিশ্ব রাশিয়ার থেকে জবাবদিহি চাইবে।”তিনি আরও বলেন, ”আমি পরিস্থিতির দিকে নজর রাখব। আমার জাতীয় সুরক্ষা বাহিনীর থেকে নিয়মিত খোঁজও নেব। সকালেই আমি জি৭ গোষ্ঠীভুক্ত বাকি দেশগুলির সঙ্গে বৈঠকে বসব। আমাদের ন্যাটো সহযোগীদের সঙ্গে সবরকম সহযোগিতা করব আমরা।”

ইতিমধ্যেই একসঙ্গে ইউক্রেনের ১১ টি শহরে আক্রমণ চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার সকালে রাশিয়ার কিয়েভ, খারকোভ, ওডেসা-সহ বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। চারপাশ থেকে কালো ধোঁওয়া বেরনোর ছবিও প্রকাশ্যে এসেছে। এমনকি বিস্ফোরণের মুহূর্তে তীব্র আলো আর ধোঁয়ার মেঘের ভিডিও দেখা যাচ্ছে।রাশিয়ার ব্যালেস্টিক ও ক্রুজ মিসাইল কিয়েভের বেশ কিছু জায়গা লক্ষ্য করে ছোড়া হয়েছে। ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা টুইটারে বলেন, ইউক্রেনের শান্তিপূর্ণ শহরগুলিকে হামলা চালানো হচ্ছে। তবে ইউক্রেন মাথা নোয়াবে না। ইউক্রেন আত্মরক্ষা করবে এবং জিতবে।


ইউক্রেনের আধিকারিকরা জানিয়েছেন,ইতিমধ্যেই  রাশিয়ার হামলায় তাদের নৌসেনার প্রচুর ক্ষয়ক্ষতি।মিসাইল ও রকেট হামলার কারণে কিয়েভ ও খার্কিভে ইউক্রেনের সেনা কম্যান্ডের পোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। তবে এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই।

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...