Saturday, August 23, 2025

রাশিয়া- ইউক্রেন যুদ্ধ: রেকর্ড দাম বৃদ্ধি অপরিশোধিত তেলের, ভারতে কী কী জিনিসের দাম বাড়বে?

Date:

ক্রমশ ঘোরালো হয়ে উঠেছে ইউক্রেনের পরিস্থিতি৷ রাশিয়া ইউক্রেনে (Russia- Ukraine War) হামলা চালাতেই রেকর্ড দাম বৃদ্ধি অপরিশোধিত তেলের। বৃহস্পতিবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে৷ ২০১৪ সালের পর যা সর্বোচ্চ৷

রেন্ট ক্রুড এশিয়ার প্রথম দিকের বাণিজ্যে ব্যারেল প্রতি ১০১.৩৪ ডলারে পৌঁছেছে, যা সেপ্টেম্বর ২০১৪ এর পর থেকে সর্বোচ্চ। পাকিস্তানে পেট্রোল বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৬০ টাকায়। যদিও ভারতে নির্বাচনের কারণে পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। আগামী মাসে পাঁচ রাজ্য নির্বাচন শেষ হওয়ার পর দেশে পেট্রোল এবং ডিজেলের দাম দ্রুত বাড়বে। মুদ্রাস্ফীতির বড় ধাক্কা খেতে চলেছে দেশবাসী।

কী কী জিনিসের দাম বাড়তে পারে ভারতে?

বিশেষজ্ঞদের আশঙ্কা, সিএনজি, পিএনজি-র মতো বাড়িতে ব্যবহৃত জ্বালানির দামও বাড়তে পারে৷ এছাড়া অপরিশোধিত তেলের দাম বাড়লে এলপিজি এবং কেরোসিনে ভর্তুকির পরিমাণও বাড়ানোর প্রয়োজন হতে পারে৷

আরও পড়ুন: সামরিকের পর এবার ইউক্রেনে উপর সাইবার হামলা রাশিয়ার !

বাড়তে পারে প্যালাডিয়াম বলে গাড়ি নির্মাণ এবং মোবাইল ফোনে ব্যবহৃত একটি ধাতুর দাম৷ আগের কয়েখ সপ্তাহে প্যালাডিয়ামের দাম অনেকটাই বেড়েছে৷ কারণ রাশিয়া প্যালাডিয়ামের বৃহত্তম রফতানিকারী দেশ৷ রাশিয়ার উপরে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশঙ্কাতেই বেড়ে গিয়েছে প্যালাডিয়ামের দাম৷

আন্তর্জাতিক গবেষণা সংস্থার মতে অপরিশোধিত তেলের দামের ওপর নজর রাখলে অপরিশোধিত তেলের দাম আরও বাড়তে পারে। গোল্ডম্যান শ্যাক্স বলেছিল,  ২০২২ সালে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি ১০০ ডলার ছুঁয়ে যাবে। ঠিক তাই হয়েছে।

বৃহস্পতিবার লেনদেনের সময়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪.৩৯ শতাংশ বেড়ে ১০১.০৯ ডলার ছুঁয়েছে। একই সময়ে, ডব্লিউটিআই ক্রুডের দাম ব্যারেল প্রতি ৪.৩৩ শতাংশ বেড়ে ৯৬.০৯ ডলার হয়েছে। যুদ্ধ ঘোষণার পর ইউক্রেনের ১১টি শহরে একযোগে হামলা চালিয়েছে রাশিয়া (Russia- Ukraine War)। এই হামলায় ইউক্রেনের রাজধানী কিয়েভসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের শহরগুলোকে টার্গেট করা হয়েছে। ইউক্রেনের সেনাবাহিনী নিশ্চিত করেছে যে, দেশটির নৌবাহিনীর বড় ধরনের ক্ষতি হয়েছে। কিয়েভ এবং খারকিভে ইউক্রেনের সামরিক কমান্ড পোস্ট বড়সড় রকেট হামলায় ধ্বংস হয়ে গিয়েছে।

 

Related articles

হালিশহর ও কাঁচরাপাড়া পেল স্বচ্ছ ভারত মিশনের ‘ওডিএফ প্লাস’ সার্টিফিকেট 

বারাকপুর শিল্পাঞ্চলের প্রান্তিক দুই শহর হালিশহর ও কাঁচরাপাড়া এবার স্বচ্ছ ভারত মিশনের ‘ওপেন ডিফেকেশন ফ্রি প্লাস’ (ওডিএফ প্লাস)...

ফের ডুরান্ড কাপ জয় নর্থইস্টের

প্রতিযোগিতায় দুরন্ত শুরুটা করলেও শেষরক্ষা করতে পারল না। একটানা ম্যাচ। নর্থইস্ট ইউনাইটেডের(North East United) বিরুদ্ধে খানিকটা ক্লান্তিটাই যেন...

‘মাখন চোর’ বলা যাবে না! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা মধ্যপ্রদেশে, কড়া জবাব বিরোধীদের

এবার বিজেপি শাসিত মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর আজব দাবি! কৃষ্ণের লীলা বদলানোর চেষ্টা করছে গেরুয়া শিবির। শ্রীকৃষ্ণকে ‘মাখন চোর’ বলায়...

মোদি-শাহ যেখানে যাবে, সেখানেই জিতবে তৃণমূল

মোদি-শাহ বাংলার যেখানে পা দেবে সেখানেই জিতবে তৃণমূল কংগ্রেস (TMC)। ওরা যত ডেইলি প্যাসেঞ্জারি করবে তত ভোট বাড়বে...
Exit mobile version