Thursday, August 28, 2025

রাষ্ট্রপুঞ্জের হুঁশিয়ারিকে অগ্রাহ্য করে তিনদিক থেকে চক্রব্যূহ তৈরি করে ইউক্রেনের উপর হামলা চালিয়েছে রাশিয়া(Russia)। বেলাগাম হামলায় কোণঠাসা ইউক্রেন(Ukraine)। লড়াই অসম হলেও দেশের স্বাধীনতা রক্ষার্থে শেষ পর্যন্ত লড়াই জারি থাকবে বলে জানিয়ে দিয়েছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি(Volodymyr Zelenskyy)। এহেন সময়ের বিশ্ববাসীর চোখে জন এনে দিল এক ছবি। হাতে স্যুটকেস নিয়ে ইউক্রেনীয় বাহিনীর সেনা (Ukrainian army) ছাউনিতে উপস্থিত হলেন অশীতিপর এক বৃদ্ধ। দেশের সংকটে সেনাবাহিনীতে যোগ দিতে চান তিনি। অসমর্থ হাতে বন্দুক তুলে নিয়ে শত্রুর চোখে চোখ রাখতে পিছপা নন তিনি। এই ছবিই সম্প্রতি ভাইরাল হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়।

শুক্রবার এই ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন ইউক্রেনের প্রাক্তন ফার্স্ট লেডি কাতেরিনা মাইখাইলিভনা ইউশচেঙ্কো (Kateryna Mykhaylivna Yushchenko)। পাশাপাশি টুইটারে তিনি লিখেছেন, “কেউ একজন ৮০ বছরের এই বৃদ্ধের ছবি পোস্ট করেছেন। যিনি সেনাবাহিনীতে যোগ দিতে গিয়েছেন এবং তার সঙ্গে একটি ছোট স্যুটকেস। যাতে ২ টি-শার্ট, এক জোড়া অতিরিক্ত প্যান্ট, একটি টুথব্রাশ এবং দুপুরের খাবারের জন্য কয়েকটি স্যান্ডউইচ রয়েছে৷ তিনি বলেছিলেন যে তিনি এটা তার নাতি-নাতনিদের জন্য করছেন।” ছবিটি প্রকাশ্যে আসার পর চোখে জল বিশ্ববাসীর। যদিও এই ছবি কথায় তোলা হয়েছে সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

আরও পড়ুন:Volodymyr Zelenskyy:কৌতুক অভিনেতা থেকে রাজনীতির ময়দানে জেলেনস্কির আবির্ভাব !

এদিকে সময় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া যত আগ্রাসী হয়ে উঠতে শুরু করেছে বিশ্ব জুড়ে নিন্দার ঝড় তত বাড়ছে। রাশিয়ার অন্দরে তো বটেই গোটা পৃথিবী জুড়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে নিন্দার ঝড় উঠছে। পৃথিবীর বহু শহরে রাশিয়ান দূতাবাসের সামনে ইউক্রেনের পাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাচ্ছেন হাজার হাজার মানুষ। রাশিয়ার ৫০ টিরও বেশি শহরে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন সেখানকার প্রতিবাদীরা। পরিস্থিতি সামাল দিতে হাজারেরও বেশি মানুষকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে রুশ পুলিশ।

Related articles

সাত লুকের ‘বহুরূপ’ সোহমের, চ্যালেঞ্জ নিয়ে চমকে দিলেন অভিনেতা

যা কখনও হয়নি তা এখন হবে, এবার হবে। সেলিব্রেটিদের রিল - রিয়েলের আলাদা রূপ আর লুক নিয়ে কম...

উন্মুক্ত শৌচমুক্ত ৯৪ পুরসভা, স্বচ্ছতার শংসাপত্র বাংলাকে

শহরাঞ্চলে আর খোলা শৌচের দৃশ্য নেই। পুরসভাগুলির উদ্যোগ এবং পুর দফতরের তদারকিতে উন্মুক্ত শৌচমুক্ত হয়েছে কলকাতা সহ রাজ্যের...

ফাঁকা কেন্দ্রগুলিতে দ্রুত ইআরও–এইআরও নিয়োগের নির্দেশ কমিশনের 

ফাঁকা পড়ে থাকা একাধিক বিধানসভা কেন্দ্রে দ্রুত ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (ইআরও) এবং অ্যাসিসটেন্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন আধিকারিক (এইআরও) নিয়োগের...

নথিভুক্ত অথচ নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে তলব করল কমিশন 

নির্বাচন কমিশনের নির্দেশে ফের সক্রিয় হল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। নথিভুক্ত হলেও কার্যত নিষ্ক্রিয় রাজনৈতিক দলগুলিকে শুনানিতে...
Exit mobile version