Anis Khan: ময়নাতদন্তে ফের বাধা আনিসের পরিবারের, দেরি করিয়ে সিটকে অপদস্থ করার চক্রান্ত?

আনিসের বাবার শরীর খারাপ হলেও আনিসের দেহ তুলে ময়না তদন্তে অসুবিধা কোথায়?

আদালতের নির্দেশ রয়েছে, তবু সিটের (SIT)কাজে বারবার বাধা দিয়ে চলেছে মৃত আনিস খানের(Anis Khan) পরিবার। কবর থেকে দেহ তুলে দ্বিতীয়বার ময়না তদন্তের নির্দেশ দিয়েছিল হাই কোর্ট (High Court)। শনিবার ভোরে সেই কাজ করতে যেতেই ফের সময় বুঝে অসুস্থ হয়ে পড়লেন আনিসের বাবা সালেম খান, সঙ্গে পরিবারের লোকজনদের নিয়ে অবরোধ। ফলে আদালতের নির্দেশ পালন করতে পারল না তদন্তকারী দল। কিন্তু শরীর খারাপ হলেও দেহ তুলে ময়না তদন্তে অসুবিধা কোথায়, তা স্পষ্ট হয়নি। ফলে শনিবার (Saturday)বিডিও ও সিটের (SIT) সদস্যদের ফিরতে হয়েছে।

পুলিশকে যেতে বাধা দেয় পরিবারের লোকজন। ছেলের দেহ কবর থেকে তুলতে অনুমতি দেননি আনিসের বাবা ও দাদা। তাদের বক্তব্য সিট নাকি দেহ চুরি করবে। সালেমের দাবি, দেহ তুলতে দেবেন, কিন্তু তিনি এখন অসুস্থ। দুদিন হাসপাতালে থাকলে ঠিক হবেন। তারপর আইনজীবীকে নিয়ে সোমবার কোর্টের নির্দেশ পালন করবেন। সিট দেহ চুরি করত, যদি পরিবারের লোকজন না থাকত। এদের বিশ্বাস করব কী করে? প্রয়োজনে আমরা সুপ্রিম কোর্টে যাব। গ্রামবাসীদের অনেকের বক্তব্য আসলে তদন্তে বিলম্ব করে সিটকে অপদস্থ করার চক্রান্ত করছে সালেমের পরিবার।

STF: এসটিএফের জালে আরও এক KLO জঙ্গি, শিলিগুড়িতে চাঞ্চল্য

হাইকোর্টের নির্দেশ ছিল, আনিস খান (Anis Khan)মৃত্যুর তদন্ত করবে সিট(SIT)। দেহ কবর থেকে তুলে দ্বিতীয়বার ময়নাতদন্ত করা হবে। জেলা জজ বা তাঁর কোনও প্রতিনিধির উপস্থিতিতে দেহ তোলা হবে। সিটের আধিকারিক ছাড়াও আনিসের পরিবারে উপস্থিত থাকবে। দ্বিতীয় ময়নাতদন্তের পর দেহের ভিসেরা নমুনা সংরক্ষণ করা হবে। অন্যদিকে আনিসের উদ্ধার হওয়া মোবাইল ফোন হায়দরাবাদে পাঠানো হবে, নথি সংরক্ষণ করা হবে। সিট দু’সপ্তাহের মধ্যে তদন্ত রিপোর্ট হাইকোর্ট ও মৃতের পরিবারের কাছে জমা দেবে।