শনিবার সাতসকালে আবার পথদুর্ঘটনা বাগমারিতে। ট্রাম লাইনে পিছলে গিয়ে বাইক উল্টে যায় । জখম হয়েছেন দু’জন। তাদের মধ্যে একজনের আঘাত গুরুতর বলে জানা গিয়েছে। গতকাল অর্থাৎ শুক্রবারও পথ দুর্ঘটনা ঘটেছিল বাগমারিতে। তার পর ২৪ ঘণ্টার মধ্যেই ফের দুর্ঘটনা।

এদিন সকাল পৌনে ৯টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। কাঁকুড়গাছি থেকে মানিকতলার দিকে যাওয়ার সময়, ট্রাম লাইনে পিছলে উল্টে যায় বাইক। আহত হন দুই আরোহী।প্রতিবাদে পথ অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। পুলিশের হস্তক্ষেপে আধঘণ্টা পর অবরোধ ওঠে। গতকালও বাগমারিতেই লাইনে বাইক দুর্ঘটনা হয়। বাইক থেকে পড়ে গিয়ে উল্টোদিক থেকে আসা ক্রেনের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বাইক চালকের। গুরুতর আহত হয়েছিলেন বাইক আরোহী এক তরুণী।