ওদিকে স্বর্গে তো ধুন্ধুমার লেগে গেছে। মার্ক্স স্বয়ং, লেনিনকে সঙ্গে নিয়ে সুভাষ বসুর দরজায়। পিছনে হার্মাদ বাহিনী। চেনা মুখের মধ্যে জ্যোতি, সুভাষ (সাদা টুপি), শ্যামল ইত্যাদি কয়েকজন ভিড় করেছে। মার্ক্স বাবুর দাবি, সুভাষচন্দ্র বসু নিশ্চয়ই বঙ্গের শিপেমের উপর কোনও তুকতাক করেছেন। নইলে রাজ্য সম্মেলনের পোস্টারে মার্ক্স আর লেনিন বাবুকে বাদ দিয়ে সুভাষবাবুর ছবি কেন ?

মার্কসবাদী দল বাংলার মহান দেশপ্রেমিক নেতাজিকে কল্কে দেয়নি কোনওদিনই। হঠাৎ কী হল যে সমস্ত পোস্টার জুড়ে একমাত্র তিনি! এই অন্যায় মেনে নেওয়া যায় না।

সুভাষবাবু সোজা স্পুটনিক থেকে পড়েছেন। কিছুই বুঝতে পারছেন না কী নিয়ে এত শোরগোল। পোস্টারের ছবি দেখে তিনি বললেন যে, এ নিশ্চয়ই সিজিতের নতুন সিনেমার পোস্টার, শিপেমের রাজ্য সম্মেলনের নয়। ওদিকে বাইরে তখন স্লোগান চলছে, তোজোর কুকুরের কালো ল্যাজ কেটে দাও, পুড়িয়ে দাও। ইউক্রেনের যুদ্ধ নিয়ে লাইভ টেলিকাস্ট দেখছিলেন ব্রহ্মা। সেসব ছেড়ে এখন ছুটছেন স্নেহের সুভাষের বাড়ির দিকে।

পরবর্তী সংবাদ পেলেই জানাব।
