সকাল থেকেই শান্তিপূর্ণ ভোটের ছবি ধরা পড়ল হুগলিতে। রবিবার, হুগলির (Hoogli) মোট ১২টি পুরসভায় ভোটগ্রহণ হয়। সকাল থেকেই দেখা যায় সাধারণ মানুষ উৎসবের মেজাজে শান্তিপূর্ণভাবে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছে। এদিন পুলিশের (Police) ভূমিকাও ছিল খুবই সদর্থক। বিরোধীরা ভোটের আগে যতই কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করার দাবি তুলুক কিন্তু ভোটের দিন রাজ্য পুলিশ দেখিয়ে দিল তারাই অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট করাতে যথেষ্ট। প্রবীণ ভোটারা ভোট দিতে গেলে পুলিশ তাঁদের ব্যবস্থা করে দেয়।

এদিন কোন্নগর পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটে দেখা যায় সম্প্রীতির ছবি। ওই ওয়ার্ডের তৃণমূল (TMC) প্রার্থী কে বেবি, বিজেপি (BJP) প্রার্থী আশা দেবী ও সিপিআইএম (CPIM) প্রার্থী কাসুল্লা পদ্মাবতী একসঙ্গেই ভোটে কেন্দ্র পরিদর্শন করেন।

আরো পড়ুন: Kamarhati: বিরোধীদের আক্রমণ: কামারহাটিতে আহত তৃণমূলের প্রার্থী-এজেন্টরা, কমিশনে অভিযোগ শাসকদলের

ভোটের লাইনে মহিলা ভোটারদের উপস্থিত ছিল চোখে পড়ার মতো। ভোটের আগে বিজেপি বিভিন্ন জায়গায় হিংসার অভিযোগ করলেও হুগলির প্রত্যেকটি পুরসভায় এদিন বিরোধীর তাদের এজেন্ট দিতে পেরেছে।

ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ভোটার অর্জুন সিং (Arjun Singh)। সেই ওয়ার্ডে এবার বিজেপি (BJP) প্রার্থী করেছিল সৌরভ সিং-কে। যিনি আবার সম্পর্কে অর্জুন সিং-এর (Arjun Singh) ভাইপো। কিন্তু নির্বাচনের কয়েকদিন আগে ঘটে বিপত্তি। অর্জুনের সাজানো সংসাকে হানা দেন জ্যোতিপ্রিয় মল্লিক-পার্থ ঘোষরা। প্রথমে বিজেপির মনোনয়ন প্রত্যাহার করেন সৌরভ সিং। এরপর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং তৃণমূল কংগ্রেসের (TMC) বিধায়ক পার্থ ঘোষের উপস্থিতিতে শাসকদলের যোগ দেন সৌরভ সিং। ফলে ভাটপাড়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ড যেখানে অর্জুন সিংয়ের বাড়ি, এবারের পুরভোটে সেখানে বিজেপির (BJP) কোনও প্রার্থী নেই।
